দেশের সময় ওয়েবডেস্কঃ টাকার উৎস নিয়ে ইডি-র আধিকারিকদের কাছে মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়।
গত শুক্রবার তল্লাশি অভিযান চালিয়ে তাঁর ফ্ল্যাট থেকেই পাওয়া গিয়েছে প্রায় ২২ কোটি টাকা এবং আরও সম্পত্তির নথি। বৃহস্পতিবার ভোর ৪টে পর্যন্ত টানা ১৯ ঘণ্টা নোট গণনার পর উদ্ধার হয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা এবং কিলো কিলো সোনা। যদিও ইডি-র আধিকারিকরা অফিশিয়ালি এখনও ঘোষণা করেননি। অর্থাৎ দুই ফ্ল্যাট মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় নগদ ৫০ কোটি উদ্ধার হয়েছে। এই সব টাকাই শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের! বৃহস্পতিবার তদন্তকারীদের কাছে এমনটাই দাবি করলেন অর্পিতা।
এখানেই শেষ নয়। ইডি-র সূত্রে জানা যাচ্ছে অর্পিতা আরও বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা এসে ফ্ল্যাটে টাকা রেখে যেত। টাকা রাখছে জানতাম, কত টাকা রাখা হচ্ছে জানতাম না। সেই ঘরে আমার প্রবেশ করার অনুমতি ছিল না। মাঝে মাঝে ফ্ল্যাটে আসতেন পার্থ চট্টোপাধ্যায়। যখন তিনি ঘরে ঢুকতেন, তখন আমি যেতাম না।’
বর্তমানে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে আলাদা আলাদা লক আপে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে খবর, জেরায় শুরু থেকেই সহযোগিতা করছেন অর্পিতা। বারবার দাবি করেছেন তিনি নির্দোষ। জেরা চলাকালীন অর্পিতা বারদুয়েক কেঁদেওছেন বলে ইডি সূত্রে দাবি।