Paris Olympics 2024গ্রেট ব্রিটেনকে হারিয়ে হকি সেমিফাইনালে ভারত ! 

0
120

দেশের সময় স্পোর্টসডেস্ক :প্যারিস অলিম্পিকে হকিতে পদক পাওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগোল ভারত। কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে টাইব্রেকারে 4-2 গোলে হারাল তারা। ম্যাচের নায়ক ভারতীয় গোলকিপার শ্রীজেশ। এদিন শুরু থেকেই আক্রমনাত্মক ভঙ্গিতে নেমেছিল ভারতীয় দল। কিন্তু গোল হতে দেননি ভারতের কিপার।ফাইনালে গ্রেট ব্রিটেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের দিকে এগোচ্ছে ভারতীয় দল।

রবিবার গ্রেট ব্রিটেনকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে ভারত। ম্যাচের নায়ক ভারতীয় গোলকিপার শ্রীজেশ। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নেমেছিল ভারতীয় দল। হরমনপ্রীত, শ্রীজেশদের অদম্য লড়াইয়ের সামনে হার মানল গ্রেট ব্রিটেন।

ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্য যায়। দ্বিতীয় কোয়ার্টারে ফাউল করে রেড কার্ড দেখেন অমিত রোহিদাস। দেখা যায় বল দখলের লড়াইয়ে অমিতের হকি স্টিক ব্রিটেনের এক খেলোয়াড়ের মাথায় লেগেছে। তাঁকে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয়। 10 জন মিলে খেলেই দ্বিতীয় কোয়ার্টারে গোল পায় ভারত। 22 মিনিটের মাথায় ফিল্ড প্লেতে গোল করে যান ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখা যায়নি।

27 মিনিটের মাথায় সমতা ফেরায় ব্রিটেন। 10 জনের ভারতকে পেয়ে আক্রমণের ঝড় তোলে ব্রিটেন। কিন্তু গোল আর আসেনি বাকি দুটি কোয়ার্টারে। ম্যাচ গিয়ে পৌঁছয় পেনাল্টি শুট আউটে। প্রথম দুটি শটে দুই দলই গোল করে। তৃতীয় শট বাইরে মারে ব্রিটেন। চতুর্থ শট বাঁচিয়ে দেন শ্রীজেশ। ভারত একটি শটও মিস করেনি। চাপের মুখেই ম্যাচ থেকে বেরিয়ে যায় গ্রেট ব্রিটেন। মঙ্গলবার ভারতের সেমিফাইনাল। সেখানে জিতলেই পদক নিশ্চিত হয়ে যাবে ভারতের।

নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ১-১ গোলে। কিন্তু পেনাল্টি শুট আউটে গোলকিপার পিআর শ্রীজেশ পরিত্রাতা হয়ে ওঠেন। তাঁর হাতেই ৪-২ ব্যবধানে জিতে সেমিতে উঠল টিম ইন্ডিয়া। সেমিফাইনালে ভারতকে খেলতে হবে জার্মানি এবং আর্জেন্টিনার মধ্যে জয়ী দলের সঙ্গে। গ্রেট ব্রিটেনকে হারিয়েই গত অলিম্পিকে সেমিফাইনালে উঠেছিল ভারত। মঙ্গলবার সেই ম্যাচ জিতলেই প্যারিস অলিম্পিক্সে রুপো নিশ্চিত করবে গত বারের ব্রোঞ্জজয়ী।

এদিন ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্য যায়। দ্বিতীয় কোয়ার্টারে ফাউল করে রেড কার্ড দেখেন অমিত রোহিদাস। তাঁকে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয়। ১০ জন মিলে খেলেই দ্বিতীয় কোয়ার্টারে গোল পায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারেই দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত।

১০ জনের ভারতকে পেয়ে আক্রমণের ঝড় তোলে ব্রিটেন। কিন্তু গোল আর আসেনি বাকি দুটি কোয়ার্টারে। ম্যাচ গিয়ে পৌঁছয় পেনাল্টি শুট আউটে। চাপের মুখে ম্যাচ থেকে বেরিয়ে যায় গ্রেট ব্রিটেন। একদিন বাদে সেমিফাইনালে জিতলেই পদক নিশ্চিত ভারতের।

Previous articleBangladesh Protestফের জ্বলছে বাংলাদেশ, সংঘর্ষে নিহত ছাত্রনেতা-সহ ১১, আহত শতাধিক, বন্ধ মোবাইল ইন্টারনেট
Next articleBachik artist বাচিক শিল্পী তাপসী সিংহের একান্ত সাক্ষাৎকার : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here