Panchayat Election Results 2023: Live: শাসক না বিরোধী, গ্রামবাংলা কার? গণনা ঘিরে তপ্ত বিভিন্ন জেলা, রণক্ষেত্র বনগাঁ

0
1107

দেশের সময় : আজ বাংলায় পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশ। মিলবে জনতার রায়। কড়া নিরাপত্তায় রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট গণনা চলছে৷ ২২টি জেলার ৩৩৯টি কেন্দ্রে গণনা হবে আজ। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা হবে । 

বনগাঁদীনবন্ধুমহাবিদ্যালয়ে চলছে ভোট গণনা ৷

ভোট গণনাকেন্দ্র গুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। গণনাকেন্দ্রের আশপাশে কোনও জমায়েত করতে দেওয়া হচ্ছে না। প্রতি কেন্দ্রে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা।

বনগাঁয় দীনবন্ধু মহাবিদ্যালয় কাউন্টিং সেন্টারে বহিরাগতদের ঢোকাচ্ছে তৃণমূল এই অভিযোগের ভিত্তিতে
মারামারি শাসক- বিরোধী দুপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে ৷ রণক্ষেত্রের চেহারা নেয় গণনাকেন্দ্র৷বাস হাতে দৌড়ে এসে একে অপরের সঙ্গে মারপিট করতে দেখা যায় তৃণমূল ও বিজেপি কর্মীদেরকে৷ এই ঘটনার জেরে মাথাও ফাটে তৃণমূল নেতা ও তৃণমূল প্রার্থীরদের৷আহত তৃণমূল প্রার্থীর নাম স্বরূপ বিশ্বাস ও তৃণমূল নেতা স্বপন বিশ্বাস ৷

তৃণমূল কংগ্রেস গণনা কেন্দ্রের ভিতরে বহিরাগতদের ঢোকাচ্ছে এই অভিযোগ তুলে গণনা কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিরোধী দলের কাউন্টিং এজেন্টরা। পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজনকে গণনা কেন্দ্রের ভিতর থেকে বের করে দেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় এর কাউন্টিং সেন্টারে।

গণনার শুরুতেই বোমাবাজি : গণনার সকালেও অশান্তি, ডায়মন্ড হারবারে বোমাবাজি, আমডাঙায় সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ

ভোট গণনা শুরুর আগে উত্তর ২৪ পরগনায় সিপিএম প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। আমডাঙার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতে ৫৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী নিখোঁজ। গণনাকেন্দ্রের সামনে থেকেই তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ।

বীরভূমের নানুরে গণনাকেন্দ্রে (Panchayat Election 2023 Result ) যেতে সিপিএম কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে, পথ অবরোধ করে বিক্ষোভ করছেন সিপিএম কর্মী-সমর্থকরা।

ডায়মণ্ড হারবারে ফকিরচাঁদ কলেজ গণনাকেন্দ্রের সামনেই বোমাবাজি। এলাকায় উত্তেজনা

সকালে গণনা শুরুর পর থেকেই অগ্নিগর্ভ ডায়মন্ড হারবার। দফায় দফায় বোমাবাজি চলছে। ফকির চাঁদ কলেজে সিপিএমের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

ভোটের দিনও সন্ত্রাসের ছবি দেখেছে ভাঙর। গণনার দিনেও তার ব্যতিক্রম হল না। ঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে উদ্ধার হল বোমা। শৌচাগারের ছাদের উপর থেকে বোমা উদ্ধার করে কাশিপুর থানার পুলিশ। কারা বোমা রেখে গেছে, তার খোঁজ চলছে।
গণনা  শুরুর আগে বারাবনিতে তুমুল উত্তেজনা ছড়ায়। সূত্রের খবর, গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়। বারাবনির দোমহানি কেলেজোড়া গার্লস হাইস্কুলের বাইরে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিচ্ছে পুলিশ বাহিনী।

পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়িয়েছে বলে খবর। অভিযোগ বিরোধী প্রার্থীদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূল। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
বাগনানে গণনাকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ চলছে বলে খবর। রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ বিরোধী এজেন্টদের ৷ আমতা ২ ব্লকেও বিরোধী এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে ৷ 

ভোটগণনার দিনও অশান্তি রাজ্যে। মঙ্গলবার সকালে বীরভূমের নানুরে গণনাকেন্দ্রে যেতে সিপিএম কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। প্রতিবাদে কীর্ণাহার বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ সিপিএম কর্মীদের। যদিও অভিযোগ অস্বীকার শাসকদলের। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে সিপিএম। অভিযোগ তৃণমূলের। ভোট ঘিরে প্রাণহানি, রক্তপাত, সংঘর্ষ, বোমাবাজি হয়েছে রাজ্যের কয়েকটি জেলায়। ভোটের দিনের সংঘর্ষে রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। ভোট পর্বে মোট ৪১ জনের মৃত্যু হয়েছে।

গণনার শুরুতেই উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। ফকির চাঁদ কলেজে সিপিএমের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বোমাবাজি করা হচ্ছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ সিপিএমের।

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে গণনাকেন্দ্রে যেতে বিরোধী প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। প্রতিবাদে মেদিনীপুরে জেলাশাসকের দফতরে ধর্না কর্মসূচির সিদ্ধান্ত বিজেপির। 

হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে: রাজ্যপাল সি ভি আনন্দ বোস

https://twitter.com/ANI/status/1678594909446737926?t=GtkQlZD64XIaIsPqCcXUag&s=19

রাজারহাট শিক্ষা নিকেতন হাইস্কুল গণনা কেন্দ্রে পাঁচটি গ্রাম পঞ্চায়েতর আসন ও তিনটি জেলা পরিষদের গণনা হবে। সকাল থেকেই এই গণনাকেন্দ্রে বিভিন্ন দলের এজেন্টদের ঢোকার লম্বা লাইন দেখা গেছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই গণনাকেন্দ্রটি ।

হাবরা দু’নম্বর ব্লকের ভোট গণনা শুরু হল অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানেও। হাবরা শ্রীচৈতন্য কলেজে হাবড়া এক নম্বর ব্লকের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। ব্যারাকপুর ব্লক এক এর আটটি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছে কাঁকিনাড়া পানপুর মাখনলাল হাইস্কুলে। গণনাকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে।

৩৩৯টি ভোটগণনা কেন্দ্রে স্ট্রংরুমের সংখ্যা ৭৬৭। গণনাকক্ষের সংখ্যা ৩,৫৯৪। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ফল ঘোষণা করবেন কাউন্টিং অফিসার। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ক্ষেত্রে ঘোষণা করবেন বিডিও। বেশির ভাগ ক্ষেত্রে প্রত্যেক স্তরে দু’রাউন্ড করে গণনা হবে। কোথাও কোথাও তিন রাউন্ড গণনা হবে। শেষ না হওয়া পর্যন্ত গণনা চলবে।

নির্বাচন কমিশন সূত্রে খবর প্রতিটি গণনাকেন্দ্রে থাকবেন একজন করে অবজার্ভার। প্রতিটি জেলায় একজন করে বিশেষ অবজার্ভার নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি গণনাকেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। এর দায়িত্বে থাকবে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে থাকবে প্রয়োজন মতো রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। থাকছে সিসিটিভির নজরদারি। গণনা কেন্দ্রে প্রত্যেক টেবিলে থাকবেন বিডিও, একজন কাউন্টিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট কাউন্টিং অফিসার এবং কাউন্টিং এজেন্ট।

কমিশনের নির্দেশ,  প্রত্যেক ব্যালট পেপার ভোটারদের দেওয়ার আগে ব্যালট পেপারের পিছনের দিকে জেলা পঞ্চায়েত নির্বাচন অফিসারের নির্দেশ মতো স্ট্যাম্প ও প্রিসাইডিং অফিসারের পুরো সই থাকতে হবে। প্রত্যেকটি ব্যালট পেপার খতিয়ে দেখতে হবে গণনার সময়ে। যদি কোনও ব্যালট পেপারের পিছনের দিকে প্রিসাইডিং অফিসারের সই না থাকে, তাহলে তা বৈধ ভোট বলে গণ্য হবে না। এই ধরনের ব্যালট পেপারগুলি ভোট গণনার সময়ে বাতিল করতে হবে।

Previous articlePanchayat Election Counting : রাত পোহালেই গ্রামের ‘রায়’,গণনা কেন্দ্রের মধ্যে পুলিশ ঢুকবে না, মিডিয়া কতদূর পর্যন্ত যেতে পারবে?কী ভাবে হবে গণনা?
Next articlePANCHAYAT ELECTION RESULTS 2023 : গণনা ঘিরে রণক্ষেত্র বনগাঁ: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here