Panchayat Election 2023 : সবুজ ঝড় ! গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সহ সব জেলা পরিষদ দখলের পথে তৃণমূল, বিরোধীশূন্য অন্তত তিন জেলা!

0
595

দেশের সময় ,কলকাতা: ত্রিস্তর পঞ্চায়েত ভোট শেষ হয়েছে বাংলায়। মঙ্গলবার সকাল থেকে ভোটের গণনা শুরু হয়েছিল ৩৩৯ গণনা কেন্দ্রে। প্রথমে গ্রাম পঞ্চায়েতের ভোট গোণা হয়েছে, তার পর পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট গণনা শুরু হয়। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, অর্থাৎ বুধবার বেলা চারটে পর্যন্ত তা পুরোপুরি শেষ হয়নি।

এখনও পর্যন্ত যা ফল সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে বাংলার গ্রাম পঞ্চায়েতে শাসক দল তৃণমূলেরই আধিপত্য বজায় থাকছে। ২০টি জেলা পরিষদের মধ্যে ২০টিতেই জিতে গিয়েছে জোড়াফুল। তারমধ্যে প্রায় অর্ধেক জেলা পরিষদে বিরোধী কোনও আসন জিতে পারেনি। কোনও কোনও জেলা পরিষদে বিরোধীরা দুটো বা তিনটে আসনে জিতেছেন।

এবার পঞ্চায়েত ভোটের আগে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু, কয়লা পাচারের অভিযোগে জর্জরিত ছিল তৃণমূল। অনেকের ধারণা ছিল জেলা পরিষদের ভোটাভুটিতে তার প্রভাব পড়বে। কারণ, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে একেবারের পাড়ার রসায়নে ভোট হয়। পারস্পরিক রেষারেষি, ছোট খাটো বিষয়ও সেখানে বড় হয়ে ওঠে। কিন্তু জেলা পরিষদে প্রতীক দেখে ভোট দেয় মানুষ।

দিনের শেষে দেখা গেল, অনুব্রত-বিহীন বীরভূম, শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর কিংবা অধীর চৌধুরীর মুর্শিদাবাদে সর্বত্রই জেলা পরিষদ দখল করেছে শাসক দল।

বিরোধী দলনেতা শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে আশানরূপ ফল করতে পারেনি বিজেপি। এই জেলার জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে ১৪টি গেছে গেরুয়া শিবিরের দখলে, বাকি সব আসনে তৃণমূল জিতেছে। পঞ্চায়েত সমিতিতেও প্রায় একই ছবি। ২৫টি ব্লকের মধ্যে ১৯টি তৃণমূল পেয়েছে, ৪টি বিজেপি ও ২টি এখনও ত্রিশঙ্কু।

বিকেল সাড়ে ৪টে পর্যন্ত জেলা পরিষদ আসনের হিসেব-নিকেশ
তৃণমূল জয়ী হয়েছে ৬৭৪ আসনে। এগিয়ে রয়েছে ১৪৯ আসনে।
বিজেপি জয়ী হয়েছে ২১ আসনে। এগিয়ে রয়েছে ৫টি আসনে।
সিপিএম জয়ী হয়েছে ২টি আসনে।
কংগ্রেস জয়ী হয়েছে ৬টি আসনে। এগিয়ে রয়েছে ৫টি আসনে।
একটি আসনে জয়ী নির্দল।
সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি কোনও খাতা খোলেনি।

কোন কোন জেলা পরিষদ বিরোধী শূন্য জয় পেয়েছে তৃণমূল—এক নজরে দেখে নেওয়া যাক

পশ্চিম মেদিনীপুর (৬০ আসন), ঝাড়গ্রাম(১৯ আসন), দক্ষিণ দিনাজপুর (২১ আসন), উত্তর ২৪ পরগনা (৬৬ আসন), হাওড়া (৪২ আসন), আলিপুরদুয়ার (১৮ আসন), জলপাইগুড়ি (২৪ আসন), পশ্চিম বর্ধমান (১৮ আসন), পূর্ব বর্ধমান (৬৬ আসন)।

বাকি জেলা পরিষদের কোন দল কত আসন পেয়েছে
মোট ৭০টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৫৬। বিজেপি পেয়েছে ১৪টি আসন।

মোট ৭০টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৫৬। বিজেপি পেয়েছে ১৪টি আসন।
৩৪টি আসনের মধ্যে ৩২টি তৃণমূলের দখলে। ২টি বিজেপি পেয়েছে৷


উত্তর দিনাজপুর:
বাঁকুড়া:
২৬টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ২৬টি। ৩টি কংগ্রেস।
মোট ৫৬টি আসনের মধ্যে ১টি আসন বাদে সবই তৃণমূলের দখলে। সেই একটি আসন পেয়েছে বিজেপি।
৫৩টি আসনের মধ্যে ৫১টি তৃণমূল পেয়েছে। ২টি পেয়েছে বিজেপি।
অধীরের জেলাতেও জয়জয়কার তৃণমূলেরই। জেলা পরিষদের ৭৮টি আসনের মধ্যে ৭২টি পেয়েছে ঘাসফুল শিবির। ৪টি কংগ্রেস, ২টি সিপিএম পেয়েছে।
৪৩টি আসনের মধ্যে ৩৪টি তৃণমূল, ৪টি বিজেপি ও ৫টি কংগ্রেস পেয়েছে।
অনুব্রত-বিহীন বীরভূমেও সবুজ ঝড়। একটি মাত্র আসন কংগ্রেস জিতেছে। বাকি সব তৃণমূলের দখলে।

দক্ষিণ ২৪ পরগনা:
এই জেলা পরিষদের ৮৫টি আসনের মধ্যে ৮৪টি আসনে তৃণমূল জয় পেয়েছে। ১টি অন্যান্যদের দখলে।

পুরুলিয়া:
৪৫টি আসনের মধ্যে ৪২টি তৃণমূলের দখলে, ২টি পেয়েছে বিজেপি। অন্যান্যরা পেয়েছে ১টি আসন।

Previous articlePanchayat Election Results 2023: একের পর এক জেলা পরিষদ তৃণমূলের দখলে, কোথায় হাসি ফুটল বাম- বিজেপির? দেখে নিন আপডেট পঞ্চায়েত নির্বাচনের ফল
Next articleMamata Banerjee: ৩২ হাজার ছেলেমেয়ের চাকরি ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ,কৃতজ্ঞতা স্বীকার মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here