OTT প্ল্যাটফর্মগুলিকে পাকিস্তানি কনটেন্ট সরানোর নির্দেশ কেন্দ্রের

0
15

পাকিস্তানের যাবতীয় সিনেমা, গান, ওয়েব সিরিজ় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে বলল কেন্দ্রীয় সরকার। 

পহেলগাম হামলার পর একাধিক প্রত্যাঘাত করেছে ভারত। এ বার ভারতের সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত গান, চলচ্চিত্র, ওয়েব সিরিজ় তুলে নেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। 

বৃহস্পতিবার একটি নির্দেশিকায় জানানো হয়েছে, ভারতে কোনও ওটিটি (OTT) প্ল্যাটফর্ম বা মিডিয়া স্ট্রিমিং সংস্থা পাকিস্তানের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও ধরনের ওয়েব সিরিজ়, সিনেমা, গান, পডকাস্ট দেখাতে পারবে না। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে প্রভাবিত করে, দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কের পক্ষে ক্ষতিকারক বা হিংসা ছড়ায় এমন বিষয়বস্তু সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। ভারতের সংহতি, অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা বা সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকর কোনও তথ্য যাতে সম্প্রচারিত, প্রকাশিত না-হয়, প্রচারকারী মাধ্যমগুলিকে তা মাথায় রাখতে হবে।’’

পহেলগাম হামলার পরেই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল ভারত। সীমান্ত বন্ধ, আমদানি, ডাক যোগাযোগ ব্যবস্থা বন্ধ, পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার সিদ্ধান্ত-সহ একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। ৬ মে মধ্যরাতে পকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে ভারত। সন্ত্রাস মোকাবিলায় এক ইঞ্চি জায়গা ছাড়া হবে না সেটা পরিষ্কার করে দেওয়া হয়।

এর পরেও সীমান্ত এলাকায় গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় ১৬ জন সাধারণ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মাঝেই সংস্কৃতিক জগতেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ভারত। 

উল্লেখ্য, পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর ট্রেডমার্ক চেয়ে বুধবার আবেদন করেছিল মুকেশ অম্বানীর সংস্থা রিলায়্যান্স ইন্ডস্ট্রিজ় লিমিটেড। তা ছাড়াও আরও ট্রেডমার্কের জন্য চারটি আবেদন জমা পড়ে সরকারের কাছে। প্রত্যেকেই জানিয়েছিলেন, তাঁরা মনোরঞ্জন, চলচ্চিত্র, ওয়েব সিরিজ় নির্মাণ, শিক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ, প্রকাশনার জন্য ট্রেডমার্কের আবেদন করছেন। তা নিয়ে বিতর্ক শুরু হতেই বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে ওই আবেদন প্রত্যাহার করে রিলায়্যান্স। এর মাঝেই পাকিস্তানি সিনেমা বা ওয়েব সিরিজ় সরিয়ে নিতে বলল কেন্দ্র। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ-সহ একাধিক সমাজমাধ্যম অ্যাকাউন্ট ভারতে ‘ব্লক’ করা হয়েছে। সিনেমা এবং ক্রিকেট তারকাদের অ্যাকাউন্টও বন্ধ করা হয়েছে।

Previous articleS400 Sudarshan chakra ভারতের ‘সুদর্শন চক্রে’ বিপর্যস্ত! অপারেশন সিঁদুরের পরেই দেশের ১৫টি শহরে হামলার চেষ্টা! পাকিস্তানের ‘রেডার সিস্টেম’ই ধ্বংস করল ভারত
Next articleIndia Pakistan Tension: প্রত্যাঘাত শুরু পাকিস্তানের? জম্মুতে ব্ল্যাকআউট, বাজল সাইরেন! তিনটি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে নামাল ভারত, ধ্বংস করল একাধিক ড্রোনও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here