বঙ্গে ফের শীতের আমেজ । মিঠে রোদ গায়ে পড়তেই বাঙালির মন উড়ু উড়ু। কোথাও ঘুরে আসার জন্য হৃদয় ছটফটে। চোখে ভেসে ওঠে দার্জিলিংয়ের কমলালেবুর বাগান। উত্তরের পাহাড় হাতছানি দিচ্ছে। বিপুল টাকা খরচ করে আর পাহাড়ে যেতে হবে না। বাড়ির কাছেই পেতে পারেন অভিনব ‘দার্জিলিং’ এর স্বাদ।
উত্তর ২৪ পরগনার অশোকনগরে কমলালেবুর বাগান ঘিরে পর্যটকদের ভিড় উপচে পড়ছে।
অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের সেনডাঙা গ্রাম। শিয়ালদা–বনগাঁ শাখার অশোকনগর রেল স্টেশন থেকে মাত্র ছ’কিলোমিটার দূরের পথ। সবুজ প্রকৃতির বুক চিরে চলে গিয়েছে। বছর দশেক আগে স্থানীয় বাসিন্দা নারায়ণ মণ্ডল আট বিঘা জমির উপর একটি নার্সারি গড়ে তুলেছিলেন। সেখানে তিনি হরেক রকম বিদেশি ফলের গাছ নিয়ে পরীক্ষা–নিরীক্ষা শুরু করেন।
কী খেয়াল চাপল, দার্জিলিং, ভুটান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে কয়েকশো উন্নত প্রজাতির কমলালেবুর চারা আনলেন। গড়ে তুললেন শখের কমলালেবুর বাগান। চলতি শীতের মরশুম শুরু হতেই কমলালেবুতে সেই বাগান ভরে গিয়েছে। মুখে মুখে সে কথা ছড়িয়ে পড়ল। প্রথমে দু’জন পাঁচ জন করে কমলালেবুর বাগান দেখে যেতে থাকেন। ডিসেম্বরের মাঝামাঝি পার হতেই কমলালেবুর বাগানে ভিড় বাড়ছে।
গত ২৫ ডিসেম্বর বড়দিনের পর থেকে দলে দলে পর্যটকরা সেনডাঙার কমলালেবুর বাগান দেখতে ভিড় করছেন। বুধবার ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই সেখানে পর্যটকদের ভিড় উপচে পড়ল।
শীতের সকালে মাত্র কয়েক ঘণ্টায় সমতলেই তাঁরা পাহাড়ে ঘোরার স্বপ্নপূরণ করলেন বলে জানান পর্যটকদের দল।