Old Age Pension মায়ের জন্য ভালোবাসা: ৯৪ বছরের বৃদ্ধা মা’কে বার্ধক্য ভাতার টাকায় মিষ্টি দই কিনে খাওয়ান বনগাঁর মৈতোষ

0
13
পার্থ সারথি নন্দী , দেশের সময়

আকাশে মেঘ জমেছে। বৃহস্পতিবার দুপুরের সূর্যটা লুকিয়ে আছে মেঘের আড়ালে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী – হয়তো এখুনি বৃষ্টি নামবে! অফিসের প্রয়োজনে বনগাঁর মতিগঞ্জ- এর একটি ব্যাঙ্কে ঢুকতে গিয়ে, দরজার সামনে যেতেই শুনতে পেলাম কে যেন শিশুদের স্বরে  মৈতোষ – মৈতোষ বলে কেউ কাউকে ডাকছে !

কাছে এগিয়ে যেতেই দেখতে পেলাম ব্যাঙ্কের সরু গলির মধ্যে ইটের তৈরি উঁচু ভাঙা দেওয়ালের এক টুকরো জায়গায় চোখ বন্ধ করে শুয়ে আছেন এক বৃদ্ধা। তিনিই ডাকছেন মৈতোষ নামে কোন বেক্তিকে। পিছন ফিরতেই চোখে পড়ল আরও এক বৃদ্ধকে । তাঁর হাতে ছোট্ট একটি মাটির খুঁড়ি নিয়ে দ্রুত এগিয়ে এসে ওই বৃদ্ধাকে বললেন মা(mother) , তোমার প্রিয় দই এনেছি ওঠো খেয়ে নাও । তড়িঘড়ি উঠে বসলেন বৃদ্ধা । তারপর পরম আনন্দে বৃদ্ধের হাতে দই খেতে শুরু করলেন তিনি।

উপস্থিত এই দৃশ্য দেখে চোখে জল এসে গেল । কিছুক্ষণ অপেক্ষা করে নিজেকে সামলে ব্যাগ থেকে ক্যামেরা বার করে ছবি তুলতে শুরু করলাম । একটু ইতস্তত বোধ করেও সাংবাদিকতার তাগিদে বৃদ্ধকে তার নাম ও পরিচয়  জানতে চাইলে তিনি জানালেন , বনগাঁর শিমুলতলা বঙ্কিমপাল স্মৃতি মাঠের কাছে বাড়ি । নাম  মৈতোষ দেবনাথ (৭৮) বৃদ্ধা তার মা রাধারানী দেবনাথ (৯৪) বছর বয়স চোখে তেমন ভাল দেখতে পারেন না , হাঁটতেও পারেন না সে ভাবে । তাই কোলে করে ব্যাঙ্কে নিয়ে আসি আর ফেরার সময় বার্ধক্য ভাতার (Old Age Pension)টাকা হাতে পাই তাই দিয়ে টোটোতে চেপে বাড়ি ফিরে যাই । আমিও বয়সের ভারে আর তেমন কাজ কিছু করতে পারিনা তাই হাতে টাকা বলতে বার্ধক্যভাতা(Old Age Pension) টুকুই সম্বল । মা (mother) মিষ্টি দই খেতে খুব পছন্দ করেন । যেদিন বার্ধক্য ভাতা (Old Age Pension) পাই শুধু সেদিনই ছোট দই কিনে এনে আগে মাকে নিজের হাতে খাওয়াই খুব আনন্দ পান মা, আর এতেই আমার সব সুখ ।

মৈতোষ বাবুর কথায়,মানুষ যতই বড়ো হোক মায়ের প্রতি ভালোবাসা একটুও কমে না। আমার মায়ের কাছে আমি এখনো অনেক ছোট। মা এখনও বলেন দূরে কোথাও যাবিনা হারিয়ে যাবি ।

মায়ের মতো আপন কেউ নেই। মমতাময়ী মা আছে বলেই সন্তানের চোখে এই পৃথিবী এত সুন্দর। মা (mother ) ও সন্তানের মধ্যে আছে নিবিড় এক ভালোবাসার বন্ধন। মা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন তার সন্তানকে। সন্তানের কাছে মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা এক পরম প্রাপ্তি। মায়ের এই ভালোবাসার প্রতিদান কোনোভাবেই দেওয়া যায় না।

প্রতিদিন প্রতিটি মুহূর্তে মা ও সন্তানের ভালোবাসা প্রবাহমান নদীর মতো বয়ে চলে। শুধু একটি বিশেষ দিনে নয় সারাবছর মাকে ভালোবাসা জানানো সন্তানের মনে এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়।

মা ও সন্তানের এই ভালোবাসা চিরকাল অমলিন থাকে।সন্তানের মায়ের জন্য ভালোবাসা । তাদের এই সুন্দর মুহূর্তগুলোর ছবি তুলে রাখলাম। কারণ আমারও মা আছে ।

Previous articleBangaon News অন্তঃসত্ত্বা মেয়েকে বনগাঁ হাসপাতালে নেওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বাবার ! গুরুতর যখম মা ও মেয়ে, আটক বেপরোয়া বাইক
Next articleMatuaBaruni Mela2025: ফের মতুয়া মহামেলার দায়িত্বে মমতাবালা ঠাকুর ,শুভেচ্ছা জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীর, অনুমতি মিলতেই প্রস্তুতি শুরু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here