Oishi Chakraborty শ্রেয়া ঘোষাল এর মতো প্লেব্যাক সিঙ্গার হতে চায় গোবরডাঙার ঐশি, আর কি জানালেন একান্ত সাক্ষাৎকারে! দেখুন ভিডিও

0
104
অর্পিতা বনিক দেশের সময়

চলছে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ ২০২৪, এই বছরের ‘সারেগামাপা’য় নানান চমক থাকলেও আসল চমক হল গানের লড়াই।

বিচারকদের জায়গায় এবার রয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী, জোজো, ইন্দ্রদীপ দাশগুপ্ত, জাভেদ আলি, অন্তরা মৈত্র এবং শান্তনু মৈত্র।
পরিচালক অভিজিৎ সেন । জমে উঠেছে গানের লড়াই আর সেই লড়াই দাপটের সঙ্গে চালিয়ে যেতে অঙ্গিকারবদ্ধ উত্তর ২৪ পরগনার গোবরডাঙার ঐশি চক্রবর্তী । তার কথায় বড় হয়ে শ্রেয়া ঘোষাল এর মতো প্লেব্যাক সিঙ্গার হতে চায় সে । দেশের সময়’কে একান্ত সাক্ষাৎকারে সারেগামাপা – এর গানের লড়াই নিয়ে আর কি জানালেন ঐশি ! দেখুন ভিডিও

সারেগামাপা এখন আরও কঠিন হতে চলেছে। ইতিমধ্যেই এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড অডিশনের প্রথম ধাপ হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় ধাপের পালা। আর তারই ঝলক ইতিমধ্যেই দেখেছেন দর্শকেরা ।

সারেগামাপা এর মূল পর্বে জায়গা করতে মুখোমুখি টক্কর চলছে বনগাঁর সৃজিতা-ঐশির, শেষ পর্যন্ত বিচারকদের মন জয় করবে কে সেটাই দেখার ।

Previous articleWeather update আজও দিনভর বৃষ্টির পূর্বাভাস, বঙ্গে হাওয়া বদল শনিতে
Next articleT20 World Cup Celebration দেশে ফিরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করে মুম্বই পাড়ি রোহিতদের দেখুন ভিডিয়ো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here