Nusrat Jahan: সময়ের আগেই ইডি দফতরে হাজির তৃণমূল সাংসদ,ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে জিজ্ঞাসাবাদ নুসরতকে

0
325

দেশের সময় , কলকাতা: সাংসদ অভিনেত্রী নুসরত জাহানকে ফ্ল্যাট প্রতারণার মামলায় ডেকে পাঠাল ইডি।  সকাল থেকেই পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটের বাইরে অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা।

আদৌ নুসরত ইডি দফতরে যাবেন তো? জল্পনা ছিল তুঙ্গে। তবে তিনি সকাল দশটার কিছু পরেই নিজের গাড়িতে ইডি দফতরের উদ্দেশে রওনা দেন। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রায় ৫০০ জন কর্মীকে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা করেছিলেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলায় ইডি তাঁকে তলব করেছে।

মঙ্গলবার সকাল ১০টা ৭ মিনিট নাগাদ সাদা রঙের নীল বাতি লাগানো গাড়িতে করে বাড়ি থেকে বেরোন নুসরত। সকাল ১০টা ৪৩ মিনিটে সল্টেলেকের সিজিও কমপ্লেক্সে কলকাতায় যেখানে ইডির দফতর রয়েছে পৌঁছন নুসরত। হাতে নথি নিয়ে ইডি দফতরে ঢোকেন তারকা সাংসদ। ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণাকাণ্ডে মঙ্গলবার সকাল ১১টায় নুসরতকে তলব করেছিল ইডি। নির্ধারিত সময়ের আগেই ইডি দফতরে পৌঁছে গেলেন নুসরত। এই প্রতারণাকাণ্ডে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

অভিযোগ ওঠে, ২০১৪-১৫ সালে রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট বানানোর জন্য সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা, ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে অগ্রিম নেয়। মোট অঙ্ক দাঁড়ায় ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা। ৯ বছরে বিনিয়োগকারীরা কেউ ফ্ল্যাট না পেলেও, সেই টাকায় বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে ফ্ল্যাট কেনেন বলে অভিযোগ। 

পাম অ্যাভিনিউয়ে ইডেন ইম্পিরিয়াল আবাসনে রয়েছে নুসরতের আড়াই হাজার স্কোয়ার ফুটের ফ্ল্যাট। সাংবাদিক বৈঠক করে দুর্নীতির অভিযোগ উড়িয়ে নুসরত দাবি করেন, তিনি ওই সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু তৃণমূল সাংসদের লোন নেওয়ার এই দাবি পত্রপাঠ খারিজ করে দেন সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিং। গতকাল ইডি-র তলবে হাজিরা দেননি রাকেশ। উল্টে সময় চেয়েছেন। শেষ অবধি পাওয়া খবরে,  ইতিমধ্যেইসকাল ১০টা ৪৩ মিনিটে সল্টেলেকের সিজিও কমপ্লেক্সে কলকাতায় যেখানে ইডির দফতর রয়েছে পৌঁছন নুসরত। হাতে নথি নিয়ে ইডি দফতরে ঢোকেন তারকা সাংসদ।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার এই মামলায় প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন নুসরত। একটি পার্টিতে অভিনেতা যশ দাশগুপ্তের পাশে দাঁড়িয়ে জোর দিয়েই তিনি দাবি করেছিলেন, ইডি তাঁকে ডাকবে না। পরে গত মঙ্গলবার ইডির তলব প্রসঙ্গে নুসরত জানিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে ডাকলে, তিনি অবশ্যই যাবেন এবং তদন্তে সহযোগিতা করবেন।

Previous articleWeather Update : সেপ্টেম্বরে দেশজুড়ে বর্ষার নয়া স্পেল খেল দেখাবে! মঙ্গলে কোন কোন রাজ্যে ভারী বৃষ্টি?
Next articleBelur Math Kumari Puja : বেলুড় মঠের দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ, কুমারী পুজো কখন রইল বিস্তারিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here