দেশের সময় ওয়েবডেস্কঃ ছায়াহীন শহর। বিরল ঘটনার সাক্ষী থাকল সীমান্ত শহর বনগাঁ। আজ রবিবার। সকাল ১১ টা বেজে ৩৫ মিনিটেই পড়বে না কোনও ছায়া৷ ‘নো শ্যাডো ডে’ কে নিয়ে আগ্রহ ও কৌতূহল ছিল তুঙ্গে। কলকাতার পাশাপাশি বিভিন্ন প্রান্তে এই সময় অনেকেই প্রস্তুতি নিয়ে ছিলেন নিজেদের জীবনের সঙ্গে এই সময়টাকে জড়িয়ে রাখতে। নিজেদের পাড়া বা এলাকায় জড়ো হয়ে ‘নো শ্যাডো ডে’ প্রত্যক্ষ করতে সকাল থেকেই শুরু হয়েছিল উন্মাদনা।
দিনের এই নির্দিষ্ট সময়ে মানুষ বা বস্তুর ছায়া গায়েব হবে। সূর্যের গতিপথের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের হাত ধরে বছরের দুটি দিন নো শ্যাডো ডে পাই আমরা। কেউ খেয়াল করেন। কেউ বা করেন না। চলতি বছরের আজ সেই প্রথম দিন। ঠিক সকাল ১১ টা বেজে ৩৫ মিনিটে যে কোনও ব্যক্তি বা বস্তুর মাথার একেবারে আড়াআড়ি ওপরে আসবে সূর্য। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় Lattitude Declination৷
এর স্থায়িত্ব দেড় থেকে দু সেকেন্ড। কলকাতার বিভিন্ন অঞ্চল বা এলাকাভেদে এই নো শ্যাডো ডে’র শুরুর সময়কাল দু থেকে তিন সেকেন্ডের তারতম্যে ঘটে। ছায়াহীন ছিল উত্তর ২৪ পরগনার বনগাঁ শহর৷ একমাত্র মাটিতে বাঁকাভাবে অবস্থিত কোনো বস্তু ছাড়া অন্য যে কোনো বস্তু কিছুক্ষণের জন্য ছায়া হারিয়েছিল এক মুহুর্তের জন্য৷