জ্যোতিপ্রিয়ের জামিন-মামলার শুনানি হাই কোর্টে
রেশন দুর্নীতি মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ তাঁর আবেদনের শুনানি রয়েছে হাই কোর্টে। বিকেল নাগাদ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলাটির শুনানি। আদালত কী নির্দেশ দেয় সে দিকে আজ নজর থাকবে।
অন্যদিকে আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল কি জামিনে মুক্তি পাবেন? এই বিষয়ে আজ রায় ঘোষণা করবে দিল্লি হাই কোর্টের অবসরকালীন বেঞ্চ। সোমবার দিল্লি হাই কোর্ট এ কথা জানিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আবেদনে সাড়া দিয়ে শুক্রবার দিল্লি হাই কোর্টের দুই বিচারপতির বেঞ্চ কেজরীওয়ালের জামিনে মুক্তি স্থগিত রেখেছিল। ফলে এখনও তিহাড় জেলে রয়েছেন আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র প্রধান। যদিও বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরীর স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছিল।
আবগারি মামলায় গত ২১ মার্চ কেজরীকে গ্রেফতার করেছিল ইডি। কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। পরে লোকসভা ভোটের আগে প্রচারের জন্য তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হলে আবার তিনি তিহাড় জেলে ফিরে গিয়েছিলেন। বৃহস্পতিবার আম আদমি পার্টি প্রধানের স্থায়ী জামিনের মঞ্জুর হয় রাউস অ্যাভিনিউ আদালতে। আজ নজর থাকবে দিল্লি হাই কোর্টের অবসরকালীন বেঞ্চের রায়ের দিকে।