New Student Party in Bangladesh আজ ইউনুস অনুগামী ছাত্ররা নতুন দল ঘোষণার পথে, পার্টিতে ভাঙন রুখতে ঐক্যের ডাক খালেদার

0
22

সম্ভবনা ছিল। অবশেষে বাস্তব হল। বাংলাদেশে নতুন দল গড়তেই সপ্তাহ কয়েক ধরে ময়দানে নেমেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর এবার তাদের নতুন অভিযান।

আজ শুক্রবার বাংলাদেশে  নতুন একটি রাজনৈতিক দলের জন্ম হতে চলেছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে চলেছে। জাতীয় নাগরিক পার্টি নামে ওই মহম্মদ ইউনুসের অনুগামী ছাত্র নেতৃত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  উদ্যোগে তৈরি হচ্ছে। সদ্য উপদেষ্টা পদ থেকে ইস্তফা দেওয়া নাহিদ ইসলাম  হচ্ছেন নতুন দলের আহ্বায়ক ।

দিল্লিতে সদ্য ক্ষমতাচ্যুত আম আদমি পার্টির  আদর্শ ও সাংগঠনিক কাঠামো বাংলাদেশের নতুন দলটি অনুসরণ করছে। দলে, সভাপতি, সাধারণ সম্পাদক পদ থাকছে না। আপের মতোই শীর্ষ পদটি হল আহ্বায়ক। অরবিন্দ কেজরিওয়ালের মতোই দলের দায়িত্ব নেওয়ার আগে জনগণের কাছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত প্রকাশ করেছেন নাহিদ। আপের মতোই দুর্নীতি মুক্ত নতুন দেশ এবং ব্যবস্থা বদলের ডাক দিয়েছেন জন্ম নিতে চলা বাংলাদেশের নতুন দলটি। স্বভাবতই কেজরিওয়ালকে দেখিয়ে নাহিদকে আক্রমণ করে বলা হচ্ছে আপ সুপ্রিমো শেষ পর্যন্ত দুর্নীতির পঙ্কে ডুবে ক্ষমতা হারিয়েছেন।

এদিকে, এই নতুন দল ঘোষণা ঘিরে দেশে অশান্তি বেড়ে যাওয়ার আশঙ্কা করছে পুলিশ-প্রশাসন। দলের পদ নিয়ে বিবাদ চলমান। মর্যাদা না পেয়ে আগেই সরে গিয়েছেন অনেকে।

গত বছর জুনে জন্ম নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে নতুন ছাত্র সংগঠন, যারা কোনও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন নয়। শুরুতে সরকারি চাকরিতে কোটা বিরোধিতা করা ওই সংগঠনের আন্দোলন শেষ পর্যন্ত শেখ হাসিনাকে উৎখাতের অভিযানে গড়ায়।

গণ অভ্যুত্থানের সাত মাসের মাথায় সেই ছাত্ররা শুক্রবার নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করতে চলেছে। এই উপলক্ষে ঢাকায় বড় সমাবেশের ডাক দিয়েছে তারা। দলটির নাম রাখা হতে পারে জাতীয় নাগরিক পার্টি।
নতুন দলের ভবিষ্যৎ নিয়ে গোড়া থেকেই সংশয় আছে ছাত্রদের বিরোধের কারণে। পদ নিয়ে মারামারি, কামড়াকামড়ির কারণে অন্তত দু মাস পিছিয়ে গিয়েছে দলের আত্মপ্রকাশ। 

ইউনুস অনুগামী ছাত্রদের নতুন রাজনৈতির দল নিয়ে চিন্তায় আছে অন্যতম পার্টি বিএনপি। আওয়ামী লিগ সেভাবে ময়দানে না থাকায়  ক্ষমতায় ফেরার ব্যাপারে বিএনপি অনেকটাই নিশ্চিন্তে ছিল। কিন্তু ছাত্রদের দল গঠনের সিদ্ধান্ত ঘোষণার পর স্পষ্ট হয়ে গিয়েছে নতুন দল বিএনপির প্রধান প্রতিপক্ষ হতে চলেছে। খালেদা জিয়ার দলও মনে করছে, ছাত্রদের নতুন দলকে নানাভাবে সহযোগিতা করবে সরকার ও প্রশাসন। নতুন দলটির সঙ্গে জামায়াতে ইসলামির পরোক্ষে নির্বাচনী বোঝাপড়া হতে পারে বলেও মনে করছে বিএনপি।

খালেদা জিয়ার দলের আশঙ্কা, তাদের ক্ষমতায় ফেরা আটকে দিতেই নতুন দলটির আত্মপ্রকাশ হতে চলেছে। সোমবারই প্রধান উপদেষ্টা ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন হতে পারে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মার্চে। নতুন দলের ভোটে লড়াইয়ের জন্য হাতে থাকছে বছর খানেক সময়। যদিও তাদের সাংগঠনিক প্রস্তুতি শেষ।

নতুন দল যাতে বিএনপির অস্তিত্ব সংকটের কারণ না হয় সেজন্য দীর্ঘ ছয় বছর পর দলের সভায় ভাষণে অসুস্থ খালেদা জিয়া ঐক্য রক্ষার ডাক দিয়েছেন। বলেছেন, এমন কিছু করবেন না যাতে এতদিনের সাফল্য ভূলুণ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও স্পষ্ট করে দিয়েছেন, আওয়ামী লিগের থেকে বিএনপি-কে তারা আলাদা চোখে দেখছে না। দুটি দলই পরিবারকেন্দ্রীক এবং তাদের বিরুদ্ধে সরকারি ক্ষমতায় অপব্যবহারের অভিযোগ উনিশ আর বিশ।

অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন প্র্যানন্তে সাধারণ মানুষের মুখে গুঞ্জন শোনা যাচ্ছে -আবার ফিরছে আওয়ামী লীগ? দিকে দিকে হাসিনাপন্থী আইনজীবীদের একের পর এক বড় জয়ে জোরাল হচ্ছে প্রশ্নটা। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যানর্বাহী কমিটির নির্বাচনের পর বাংলাদেশের কুষ্টিয়ায় আইনজীবীদের ভোটে নিরঙ্কুশ জয় আওয়ামী লিগের। তা নিয়েই এখন নতুন চর্চা বাংলাদেশের রাজনৈতিক মহলে। 

Previous articleEarthquake in North Bengal ফের ভূমিকম্প! কলকাতা, অসমের পর কেঁপে উঠল উত্তরবঙ্গ
Next articleনা ফেরার দেশে অভিনেতা উত্তম মোহান্তি ,ফের শোকের ছায়া বিনোদন জগতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here