Nepal Road Accident নেপালে ভারী বৃষ্টিতে ভূমিধসে রাস্তা থেকে নদীতে গিয়ে পড়ল দু’টি বাস! নিখোঁজ সাত ভারতীয়-সহ ৬৩ জন

0
86
হীয়া রায়

দেশের সময় ওয়েবডেস্কঃ ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল নেপালে। ভারী বৃষ্টি এবং ধসের জেরে বিপর্যয় নেপালে। রাস্তা থেকে ছিটকে গিয়ে খরস্রোতা ত্রিশূলি নদীতে গিয়ে পড়ল দু’টি যাত্রীবোঝাই বাস। শুক্রবার সকালের এই ঘটনায় দু’টি বাস মিলিয়ে নিখোঁজ ৬৩ জন যাত্রী। নিখোঁজদের মধ্যে রয়েছেন সাত জন ভারতীয়ও। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সেই সময় নেপালের চিতওয়ান জেলার মদন-আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল দু’টি বাস। রাস্তায় হঠাৎ ধস নামে। দু’টি বাস ছিটকে গিয়ে পড়ে পাশ দিয়ে বয়ে চলা ত্রিশূলি নদীতে। ভেসে যান যাত্রীদের প্রায় সকলেই। গত কয়েক দিন ধরেই নেপালের বড় অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাস্তায় ধস নামার ঘটনাও ঘটেছে।

চিতওয়ান জেলার মুখ্য প্রশাসনিক আধিকারিক ইন্দ্রদেব যাদব সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “বাসগুলি যখন রাস্তা ধরে এগোচ্ছিল, সেই সময়েই ধস নামতে শুরু করে। মুহূর্তের মধ্যে দু’টি বাসই নদীতে গিয়ে পড়ে।” জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, দু’টি বাসে চালক-সহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন। দু’টি বাসই নেপালের রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান জেলা প্রশাসনের আধিকারিকেরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ।

এদিকে আবহাওয়া ভীষণ খারাপ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়কপথেই যাতায়াতে সতর্কতা জারি করেছে প্রশাসন। বিগত কয়েক সপ্তাহে টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে নেপালে ইতিমধ্যে ৬২ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন বলে খবর। এছাড়া অন্তত ২০০টির ওপর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরছাড়া হয়েছেন প্রায় ১০০০টির বেশি পরিবার। 

Previous articleMamata Banerjeeআম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই পাড়ি মমতার, শরদ- উদ্ধবের সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা
Next articleHabra হাবড়া শহরে যশোর রোডে দখলমুক্ত হলো ফুটপাথ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here