Municipal Election: সোমবারই ১০২ পুরসভার চেয়ারম্যান ঘোষণা?‌ দু-‌চারটে চেঞ্জ করেছি, মমতা

0
968

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যের ১০৮ পুরসভার ভোটে ১০২টিতেই জয়ী হয়েছে তৃণমূল।দিনহাটায় এর আগেই জয়ী হয়েছিল তারা। ইতিমধ্যেই সেই সব পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। সূত্রের খবর, সোমবারই তালিকা প্রকাশিত হবে। জেলা সভাপতিদের কাছে সেই নামের তালিকা পৌঁছে যাবে। 

এরপরই সংশ্লিষ্ট পুরসভার কাউন্সিলররা বৈঠক করে তাঁদের সর্বসম্মতভাবে চেয়ারম্যান হিসাবে সমর্থন করবেন। এই তালিকা তৈরি করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। এই নিয়ে শুক্রবার তিনি বলেন, ‘‌দু চারটে চেঞ্জ করেছি। আমি সব খুঁটিয়ে খুঁটিয়ে চেক করেছি। ক্রস চেক করেছি। খুব তাড়াতাড়ি নাম ঘোষণা হবে।’‌

জানা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই গুরুত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞতা। পাশাপাশি নতুনদেরও সুযোগ দেওয়া হবে। তবে এই বিষয়ে বেশ কিছুটা সাবধানী তৃণমূল। সূত্রের খবর, নাম নিয়ে কোনওরকম বিতর্ক চায় না দল। এর আগে প্রার্থী তালিকা নিয়ে তুমুল বিক্ষোভ দেখা যায়। ফলে এবার চেয়ারম্যান নিযুক্ত করা নিয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যে কটি পুরসভা ত্রিশঙ্কু হয়েছে সেখানে আপাতত ধীরে চলো নীতি নিয়েছে তৃণমূল।

 

Previous articleMamata on UP Election: যন্ত্রের কারসাজিতে জয় বিজেপি-র, ইভিএমের ফরেনসিক টেস্ট হোক! উত্তরপ্রদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
Next articleKolkata Book Fair: বইমেলায় প্রকাশিত হল বাংলাদেশের লেখিকা শিমুল পারভীনের বই, ক্যানভাসে কবিতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here