MUNICIPAL ELECTION: বনগাঁয় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে হবেন? জল্পনায় গোপাল জ্যোৎস্না !

0
1740

পার্থ সারথি নন্দী বনগাঁ: আগামী বুধবার দুপুরে বনগাঁ পৌরসভার পরবর্তী চেয়ারম্যান হিসেবে কোনও একজন কাউন্সিলর শপথ গ্রহণ করবেন। পাশাপাশি এক কাউন্সিলর শপথ নেবেন ভাইস চেয়ারম্যান হিসাবে৷ বনগাঁর রাজনীতি জুড়ে এখন জোর চর্চা শুরু হয়েছে পরবর্তী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে হবেন তা নিয়ে।

পুরসভা ভোটে ২২ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল এককভাবে ১৯ টি আসনে জয়ী হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে , চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। ভাইস চেয়ারম্যান হওয়ার দৌড়ে রয়েছেন প্রাক্তন চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য ।
তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই দুটি নাম নিয়ে আলাপ-আলোচনা শুরু করেছেন। যদিও প্রকাশ্যে তৃণমূল নেতারা এ বিষয়ে কুলুপ এঁটেছেন।

পৌরসভা ভোটের পর চেয়ারম্যান কে হবেন তা নিয়ে তৃনমূলের কর্মী-সমর্থকরা কয়েকটি নাম সোশ্যাল মিডিয়ায় ভাসিয়ে দিয়েছিলেন। গোপাল শেঠ, জ্যোৎস্না আঢ্য, এবং প্রাক্তন ভাইস চেয়ারম্যান কৃষ্ণা রায়কে তাদের অনুগামীরা পদে দেখতে চেয়ে সরব হয়েছিলেন৷

তৃণমূল সূত্রে জানা গিয়েছে গোপালবাবুকে পরবর্তীতে চেয়ারম্যান করা হবে। এই লক্ষ্য নিয়েই তাঁকে ভোটে দাঁড় করানো হয়েছিল৷ তিন নম্বর ওয়ার্ড থেকে তিনি জয়ী হয়েছিলেন।পাশাপাশি জ্যোৎস্নাদেবী জয়ী হয়েছেন চার নম্বর ওয়ার্ড থেকে৷

তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত। শীর্ষ নেতৃত্ব চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে যাঁদের নাম পাঠাবেন সেটাই সকলকে মেনে নিতে হবে। ব্যক্তিগত পছন্দের সেখানে কোন জায়গা নেই৷

সূত্রের খবর জ্যোৎস্নাদেবী চেয়ারম্যান হওয়ার দৌড়ে ছিলেন। শীর্ষ নেতৃত্বের প্রথম পছন্দের জায়গা পেয়েছেন গোপালবাবু। সে কারণেই হয়ত জ্যোৎস্নাদেবীকে ভাইস চেয়ারম্যানের পদ নিয়েই সন্তুষ্ট হয়ে থাকতে হতে পারে৷
যদিও কে চেয়ারম্যান হবেন কে ভাইস চেয়ারম্যান হবেন তা দলের পক্ষ থেকে প্রকাশ্যে এখনো ঘোষণা করা হয়নি।

Previous articleWhitechapel: লন্ডনের স্টেশনের নাম লেখা বাংলায়! ট্যুইটে উচ্ছ্বাস প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Next articleHoli Colour: বসন্ত উৎসবের আগে বাজারে রঙের ঘাটতি বলছে ব্যবসায়ীরা, পছন্দের রং- এর খোঁজে ক্রেতারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here