Monsoon: তিন দিন আগেই বর্ষা ঢুকে পড়ল কেরলে,বঙ্গে কবে? জানুন

0
561

দেশের সময় ওয়েবডেস্কঃআবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, এবার সময়ের আগে দেশে আসবে বর্ষা।

কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষা নিয়ে ঢুকে পড়েছে ৷ রবিবার বর্ষার আগমন বার্তা নিশ্চিত করেছে মৌসম ভবন । নির্ধারিত সময়ের তিন দিন আগেই এবার বর্ষা কেরলে প্রবেশ করল। পূর্বাভাস সত্যি করে সময়ের আগেই আন্দামানে ঢুকেছিল বর্ষা। 

রবিবার, ২৯ জুন কেরলে পৌঁছে গেল দক্ষিণ–পশ্চিম মৌসুমী বায়ু। এমনিতে ১ জুন কেরলে ঢোকে সে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি এবার বঙ্গেও নির্ধারিত সময়ের আগেই বর্ষা?‌

আমাদের দেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে কৃষির ওপর। এ হেন কৃষিভিত্তিক দেশের জীবনরেখা হল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কারণ তার ওপর নির্ভর করে কৃষি উৎপাদন। ভারতীয় আবহাওয়া দপ্তর (‌আইএমডি)‌–র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানালেন, রবিবারই কেরলে ঢুকে পড়েছে বর্ষা। যা আদতে ঢোকার কথা ১ জুন। 

দিন পনেরো আগেই বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়েছিল সাইক্লোন অশনি। তখন আবহাওয়া দপ্তর জানিয়েছিল, সময়ের আগেই ২৭ জুন কেরলে ঢুকবে বর্ষা। তার থেকে দু’‌ দিন পিছিয়ে গেল প্রবেশের সময়। রেকর্ড বলছে, গত ১০ বছরে ১ জুন দেশে বর্ষা ঢুকেছে দু’বার। ২০১৪, ২০১৫, ২০১৬ এবং ২০১৯ সালে প্রায় এক সপ্তাহ দেরি করেছে বর্ষা।

আবার মে মাসেই বর্ষা চলে এসেছে ২০১৭ এবং ২০১৮ সালে। শেষ ২০১৮ সালে ২৯ মে বর্ষা ঢুকেছিল দেশে। বাংলায় বর্ষা ঢোকে উত্তরবঙ্গ হয়ে। প্রথমে উত্তরবঙ্গ তার পর ধীরে ধীরে এগোয় দক্ষিণবঙ্গের দিকে। ৮ থেকে ১০ জুন উত্তরবঙ্গে বর্ষা আসে। আবহাওয়া দপ্তর এখনও নিশ্চিত নয়, যে কেরলে বর্ষা আগে এসেছে বলে দেশের বাকি অংশেও আগেই আসবে। 

এদিকে কলকাতায় সকাল থেকে চলছে মেঘের আড়ালে রোদের খেলা । বেলা পড়তেই রোদ একেবারে নিভে এসেছে। আকাশের মুখ ভার। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে বৃষ্টি নামবে বিকেলের দিকে। রবিবার শহর এবং শহরতলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।

বলা হয়েছিল, দক্ষিণবঙ্গের সর্বত্রই কমবেশি বৃষ্টি হতে পারে সোমবার পর্যন্ত । সঙ্গে দমকা হাওয়াও বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার দুপুর গড়াতেই দেখা যাচ্ছে আকাশ কালো করে এসেছে। বৃষ্টি নামবে নামবে করছে। কেরলে যেদিন বর্ষা ঢুকল সেদিন কলকাতা ভিজবে না? তা কি হয়?

তবে বৃষ্টি হলেও গরম এখনই কমবে না। বরং কলকাতায় তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Previous articleKalpana Manna:বাঙালি গৃহবধূ কল্পনা মান্নার স্বপ্ন ছোঁয়ার লক্ষ্যে বাধা আর্থিক প্রতিবন্ধকতা
Next articleNepal-Crash: হারানো বিমানের খোঁজ, ২২ যাত্রী নিয়ে ভেঙে পড়েছে লামচে নদীর কাছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here