Modi: চোলা-ডোরা পরে কেদারনাথে পুজো দিলেন নরেন্দ্র মোদী

0
428

দেশের সময় ওযেবডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল সকাল কেদারনাথের মন্দিরে গিয়ে পুজো দিলেন। সেখানে গর্ভগৃহে প্রায় মিনিট কুড়ি ছিলেন তিনি। স্থানীয় পোশাক চোলা-ডোরা পরে পুজো দেন প্রধানমন্ত্রী। মাথায় ছিল হিমাচলী টুপি। পুজো শেষে মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে ছ’বার কেদারনাথে পুজো দিলেন নরেন্দ্র মোদী।

চাম্বার মহিলারা নিজের হাতে স্থানীয় বিশেষ পোশাক চোলা-ডোরা তৈরি করে প্রধানমন্ত্রীকে উপহার দেন। পশমের তৈরি আরামদায়ক পোশাক এটি। পোশাকের পিঠে রয়েছে স্বস্তিক চিহ্ন আঁকা।

মন্দির থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী যান আদি শঙ্করাচার্যের স্মৃতিসৌধ দেখতে। আদি শঙ্করাচার্যের ১২ ফুট উচ্চতার মূর্তিটি মহীশূরের গ্রানাইট পাথরে তৈরি। ওজন প্রায় ২৮ টন।

সরকারি সূত্রের খবর, প্রধানমন্ত্রী আজ উত্তরাখণ্ডে বেশ কিছু সময় কাটাবেন। মন্দাকিনী ও সরস্বতী নদী সংলগ্ন এলাকায় উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখবেন। এদিনই বদ্রীনাথ পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। সেখানে পুজো দেওয়ার পর শুরু হবে উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠক।

প্রসঙ্গত, কেদারনাথ ধাম ২৭ অক্টোবর থেকে বন্ধ থাকবে। বদ্রীনাথ ধাম খোলা থাকবে ১৯ নভেম্বর পর্যন্ত।
মোদী আগের পাঁচবারের সফরে কেদারনাথ, বদ্রীনাথ এলাকায় বেশ কিছু উন্নয়ন প্রকল্পের সূচনা করেছিলেন। ২০১৯-এর লোকসভা ভোটের আগে কেদারনাথ সফরে প্রধানমন্ত্রী একটি গুহায় ধ্যানও করেন।

এবারও প্রধানমন্ত্রীর সফরের সঙ্গে রাজনীতির অঙ্ক দেখছে বিরোধীরা। তাদের বক্তব্য, হিমাচলপ্রদেশ ও গুজরাতে বিধানসভা ভোটের ঘণ্টা বেজে গিয়েছে। তার আগে ঘন ঘন মন্দির সফরের পিছনে ভোটের অঙ্ক অবশ্যই আছে। সপ্তাহ দুয়েক আগেই প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দির করিডরের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করেছেন।

Previous articleCorona New Variant : কোভিডের আরও একটি ঢেউ আসতে পারে, জানালেন সৌম্যা
Next articleDhanteras: ধনতেরাসের আগে লাভের আশায় বুক বাঁধছেন বনগাঁর স্বর্ণ ব্যবসায়ীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here