প্রথম থেকেই লক্ষ্য ছিল আলাদা কিছু করার। এই তাগিদে শিল্পী অমিত (ঝুলন) পাল খুব ছোটো দূর্গা প্রতিমা বানানোর দিকে মনোযোগ দেন। লক্ষ্য ছিল ‘india বুক অফ records এ নাম লেখানোর আর গিনিস বুক অফ রেকর্ডস এর স্বীকৃতির।
২০০৩ সাল থেকে এই চেষ্টা চালিয়ে সমস্ত অচল জিনিসের উপর ছোটো দূর্গা প্রতিমা বানিয়ে কুমোরটুলি প্রটিমাশিল্পীদের মধ্যে সবার থেকে নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করেছেন শিল্পী অমিত পাল৷
দেশের সময়-এর প্রতিনিধি সৃজিতা শীল’ কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বললেন মনের কথা ৷ দেখুন ভিডিও