MCD election2022: দিল্লিতে চলছে পুরভোট, পদ্ম নাকি ঝাঁটা,পুরনিগমের ভোট নিয়ে উত্তেজনায় ফুটছে রাজধানী

0
576

দেশের সময় ওয়েবডেস্কঃ সম্মুখ সমরে বিজেপি বনাম আম আদমি। রাজধানীর পুরনিগম (Municipal Corporation of Delhi Election) দখলে থাকবে কার, তা নিশ্চিত করতেই আজকের এই নির্বাচন। এবারের নির্বাচনে শাসক ও বিরোধী- দুই দলেরই প্রধান হাতিয়ার জঞ্জালের সমস্যা। এছাড়াও কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, আবগারি, পরিবহণ সহ একাধিক ইস্যু নিয়েও সরব হয়েছে দুই দলই। একদিকে বিজেপি যেমন গত ১৫ বছরের রেকর্ড ধরে রাখা নিয়ে আত্মবিশ্বাসী, অন্যদিকে আম আদমি পার্টিও এবার পুরনিগম দখল করতে মরিয়া। নির্বাচনের লড়াইয়ে রয়েছে কংগ্রেসও, তারাও কয়েকটি আসনে জয়ের আশা রাখছে।

NOTICE

আজ, রবিবার পুর নিগমের নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮’টা থেকে শুরু হয়েছে ভোটদান। বিগত কয়েক বছরের মতো এবারও দিল্লিতে ত্রিমুখী লড়াই। তবে প্রচারে স্পষ্ট, এবার কংগ্রেসের অবস্থা আগের বারের তুলনায় আরও খারাপ হয়েছে। মূল লড়াই হচ্ছে বিজেপি ও আপের মধ্যে। এই দুই দলেরই শীর্ষস্থানীয় নেতারা পুরভোটের লড়াইয়ে ময়দানে ছিলেন।

দিল্লির পুর নিগমের নির্বাচনে এবার বিশেষ বৈশিষ্ট্য হল, দশ বছর পর রাজধানীর তিনটি পুরনিগমকে আবার সংযুক্ত করে একটি নিগম করা হয়েছে। ২০১২ সালে শীলা দিক্ষিত মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রে ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালে আগের পুরনো দিল্লি নগর নিগমকে ভেঙে তিন টুকরো করা হয়েছিল। এ বছরের গোড়ায় কেন্দ্রের বিজেপি সরকার ফের তিনটি নিগমকে জুড়ে একটি করে দিয়েছে। তারপর আজ প্রথম ভোট হচ্ছে। এখন ওয়ার্ড সংখ্যা দাঁড়িয়েছে ২৫০।

মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি বা এমসিডি নির্বাচনে ভোটার ১ কোটি ৪৫ লাখ। মোট ১,৩৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট নেওয়া হবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। ফল ঘোষণা ৭ ডিসেম্বর।

টানা প্রায় ১৫ বছর এমসিডির ক্ষমতায় বিজেপি। স্বভাবতই প্রতিষ্ঠান বিরোধিতার বিপদ নিয়ে দলকে অনেক সতর্ক থাকতে হয়েছে। গতবারের মতো এবারও তারা দুই তৃতীয়াংশ কাউন্সিলরকে টিকিট না দিয়ে নতুন মুখ এনেছে। বিজেপিকে সরিয়ে এমসিডির দখল নিতে আপ দিল্লির জঞ্জাল, দূষণ এবং বেআইনি বাড়ির সমস্যা নিয়ে লাগাতার প্রচার চালিয়েছে। বিধানসভার মতোই পুরভোটেও আপ নানা আর্থিক ছাড়ের কথা ঘোষণা করেছে। তারমধ্যে অন্যতম হল, পুরকরে বিশেষ সুবিধা। এখন দেখার রাজধানীর মানুষ পদ্মের শোভাতেই মগ্ন থাকেন নাকি আপের ঝাঁটা বেছে নেন।

Previous articlePetrapole : চলতি মাসেই পেট্রাপোলে অমিত শাহ,এনআরসি আতঙ্কে সীমান্তের বাসিন্দারা
Next articleBSF: ‌‌বিএসএফের ৫৮ তম প্রতিষ্ঠা দিবস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here