মতুয়া মহামেলায় ভক্তদের ভিড়ে,লকেট

0
998

দেশের সময়ঃ গাইঘাটা: ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশী উপলক্ষে গাইঘাটার ঠাকুরনগরে বুধবার থেকে শুরু হয়েছে মতুয়া ধর্ম মহামেলা। মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা বনগাঁর সাংসদ মমতা ঠাকুর বলেন, ‘‘কামনা সাগরে পুণ্যস্নান শুরু হয়েছে বুধবার বেলা ৩ টে থেকে। স্নান চলবে বৃহস্পতিবার বিকেল ৪টে ৪৬ মিনিট পর্যন্ত। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ভিড় করতে শুরু করেছেন।’’ মেলা চলবে ৭ দিন। বাংলাদেশের ওরাকান্দিতে ওই মেলা শুরু হয়েছিল। ১৯৪৮ সাল থেকে ঠাকুরনগরে মেলা বসছে। এ দিন দেখা গেল, পুণ্যস্নানের পরে ভক্তেরা হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দিরে পুজো দিচ্ছেন। মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা বীণাপানি ঠাকুর (বড়মা) আশীর্বাদ দিচ্ছেন। ঠাকুরনগর জুড়ে বসেছে প্রায় ১ হাজার দোকানপাট। ভক্তদের নিজেদের বাড়িতে আশ্রয় দিয়ে খাওয়ার ব্যবস্থা করেন এখানকার বাসিন্দারা। সর্বত্র খোলা হয়েছে জলসত্র। ভক্তদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা ঠাকুরনগরের মতুয়া মেলার কনভেনর ধ্যানেশ নারায়ন গুহ বলেন, ‘‘ভক্তদের খাওয়ানর জন্য প্রায় একশো কুইন্ট্যাল চাল-ডালের ব্যবস্থা হয়েছে।’’ পাঙ্খাবাবার চায়ের আসরে বিনামূল্যে চা। চারদিক থেকে ভেসে আসছে ডঙ্কা-কাঁসি, শিঙার শব্দ। অনেকের হাতে লাল-সাদা মতুয়া নিশান। কারও হাতে হরিচাঁদ ঠাকুরের ছবি। মুখে ‘হরি বোল’ ধ্বনি। আকাশ পথে ড্রোনের নজর মেলা প্রাঙ্গন জুড়ে,তিনশো পুলিশ ও সিভিক ভলান্টিয়ার রয়েছে নিরাপত্তার দায়িত্বে। পুলিশি সহায়তা কেন্দ্র চালু হয়েছে। এসডিপিও বনগাঁ অনিল রায় বলেন, ‘‘মেলায় আসা ভক্তদের জন্য সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পুলিশি নজরদারি রাখা হয়েছে।’’এ দিন মেলায় এসেছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দলের জলসত্রের উদ্বোধন করেন। ঠাকুরবাড়িতে গিয়ে বড়মার সঙ্গে দেখাও করেন। পঞ্চায়েত ভোটের মুখে যার রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করছেন অনেকেই।যদিও জেলার বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন, মতুয়ারা কোন রাজনৈতিক দল নয়,বড় মার ভক্ত আমরা ,ভক্তি আর আশির্ব্বাদ নিতেই ছুটে যাই সবাই। গাইঘাটার তৃণমূল নেতা গোবিন্দ দাস বলেন,লকেটকে এখানে কেউ চেনেনা,তাকে নিয়ে তৃণমূল দলের কোন মাথা ব্যাথা নেই।মতুয়ারা কোন রাজনিতি করেনা,তাঁদের কাছে ভক্তি আর বড় মা শেষ কথা।

Previous articleঅন্যতম লোক উৎসব শিবের গাজন ঃদেবন্বিতা চক্রবর্তী:বনগাঁ:
Next articleচায়ের আসরে সরগরম মতুয়া মেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here