Manik Bhattacharya: মানিক পালিয়ে যেতে পারেন! বিমানবন্দর সহ সমস্ত স্থলবন্দরে লুক আউট নোটিস দিল সিবিআই

0
1057

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য কি পালিয়ে যেতে পারেন? অন্তত সিবিআই তেমনটাই মনে করছে। তাই বিমানবন্দরগুলিতে মানিকের নামে লুক আউট নোটিস জারি করল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার মানিকের নামে লুক আউট নোটিস জারি করেছে সিবিআই। সমস্ত বিমানবন্দরে এই নোটিস পাঠানো হয়েছে। শুধু বিমানবন্দর নয়, সমস্ত স্থলবন্দরে এই নোটিস পাঠানো হচ্ছে। যাতে কোনওভাবেই তিনি দেশ ছাড়তে না পারেন। জানানো হয়েছে কাস্টমস, ইমিগ্রেশন বিভাগকেও।

এখন প্রশ্ন হল কেন মানিকের পালিয়ে যাওয়ার আশঙ্কা করছে কেন্দ্রীয় এজেন্সি?

সিবিআই সূত্রে বলা হচ্ছে, মানিক বেশ কিছুদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন। পলাশিপাড়ার বাড়ি, যাদবপুরের ফ্ল্যাট—কোথাও তাঁকে পাওয়া যাচ্ছে না। এমনকি যে মোবাইল নম্বরে কেন্দ্রীয় এজেন্সি যোগাযোগ করত, মেসেজ পাঠাত সেটিও কয়েকদিন ধরে বন্ধ।

এদিনই ইডির তরফে হাইকোর্টের দ্বারস্থ হয়ে পরামর্শ চাওয়া হয় মানিকের ব্যাপারে। ইডি কোর্টে জানায়, বারবার মানিককে ডাকলেও তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছেন। ইডির এই পদক্ষেপকে অনেকেই কড়া কিছুর ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।

ইডি এর আগেও দাবি করেছে, প্রাথমিক নিয়োগে কাঁচা টাকার লেনদেন হয়েছে। ইতিমধ্যে ২৬১ জন প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্তও করেছে আদালত। প্রসঙ্গত, যে সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছিল সেই সময়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

আবার পার্থবাবুর সঙ্গে মানিক ভট্টাচার্যের সম্পর্ক কেমন ছিল তাও মোটামুটি সবার জানা। পার্থবাবুকে শিক্ষা দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি। এবার সেই কেন্দ্রীয় এজেন্সিই গুটি গুটি পা বাড়াচ্ছে মানিক ভট্টাচার্যের দিকে। এসবের মধ্যে আবার সিবিআই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল।

Previous articleRaju Srivastav: হাসপাতালে ভর্তির ১৫ দিন পর জ্ঞান ফিরল রাজুশ্রীবাস্তবের
Next articleUttar pradesh:উত্তরপ্রদেশে বাড়িতে আগুন লেগে ৫ জনের মৃত্যু, জখম ৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here