Mamata on independent candidate issue: নির্দলদের প্রশ্রয় নয়,কড়া বার্তা মমতার

0
603

দেশের সময় ওয়েবডেস্কঃ পুরভোটে জয়ী নির্দলদের নিয়ে কঠোর অবস্থানই নিচ্ছে তৃণমূল কংগ্রেস৷ শুধু নির্দলরাই নন, দলের যে সমস্ত নেতারা নির্দলদের সাহায্য করছেন, তাঁদেরকেও চূড়ান্ত সতর্কবার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ নির্দলদের যাঁরা সমর্থন করছেন, তাঁরা সতর্ক না হলে প্রয়োজনে দল থেকে বের করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলনেত্রী৷

এ দিন নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়েই এই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘এখন হয়েছে কিছু নির্দল আর তাঁদের সাহায্য করছেন কয়েকজন নেতা৷ যাঁদের ইধারও নেই, ওধারও নেই৷ আমার কাছে প্রত্যেকের সম্পর্কে খবর আছে৷ দলের প্রার্থীকে হারিয়ে দিয়ে নির্দল নিয়ে ঘোরা, ভাবছেন আপনার সুযোগ এসেছে? দলের সুযোগ এলেই আপনাদেরও ক্যাঁচ করে দেওয়া হবে৷’

টিকিট না পেয়ে পুরভোটে তৃণমূলের বহু নেতাই নির্দল হিসেবে লড়েছিলেন৷ তাঁদের মধ্যে অনেকেই জয়ী হয়েছেন৷ জয়ী এই নির্দল প্রার্থীদের তৃণমূল ফিরিয়ে নেবে কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে৷ সেই প্রশ্নের কার্যত জবাব দিয়ে তৃণমূলনেত্রী এ দিন বুঝিয়ে দিয়েছেন, জিতলেও জয়ী নির্দলদের প্রশয় দেওয়া হবে না৷ তিনি বলেন, ‘কীসের জন্য নির্দলকে সমর্থন দেওয়া, দলের প্রার্থীকে হারিয়ে দিয়ে ভাবছেন নেতা হয়ে গেছেন? প্রথমে সতর্ক করব, শো কজ করব, তার পরে দল থেকেই বের করে দেবো৷’

তৃণমূলনেত্রী জানিয়েছেন, নির্দলদের সমর্থন দেওয়ার জন্য ইতিমধ্যেই দু’ একজন নেতাকে সতর্কও করা হয়েছে৷

কোন নেতারা এই ধরনের কাজ করছেন, তা চিহ্নিত করে তাঁদের সতর্ক করার জন্য দলের শৃঙ্খলারক্ষা কমিটিকে দায়িত্ব দিয়েছেন তৃণমূলনেত্রী৷ পাশাপাশি, যে নেতারা নিয়মিত সমাজমাধ্যম বা সংবাদমাধ্যমে ক্রমাগত বিতর্কিত বক্তব্য রেখে দলকে অস্বস্তিতে ফেলছেন, তাঁদেরকেও চূড়ান্ত সতর্কবার্তা শুনিয়েছেন তৃণমূলনেত্রী৷

Previous articleMamata Banerjee Prashant Kishor:দূরত্ব-জল্পনায় জল ঢেলে তৃণমূলের একই মঞ্চে মমতার পাশেই প্রশান্ত কিশোর
Next articleWest Bengal Weather: কবে বৃষ্টি? বাড়বে গরম? আবহাওয়ার আজকের পূর্বাভাস জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here