দেশের সময় ওয়েবডেস্কঃ ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষ্যে এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, আসুন আজ আমরা সবাই আমাদের সংবিধানে বর্ণিত ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের গণতান্ত্রিক আদর্শ রক্ষা ও সমুন্নত রাখার অঙ্গীকার করি। এক সঙ্গে আমরা চেষ্টা করি আমাদের জাতির কারিগরদের স্বপ্ন সফল করে তুলতে।
মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার রেড রোডে সরকারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থিত ছিলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় অভিবাদন জানানো হয়। এদিনই বিকালে রাজ্যপাল মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টদের রাজভবনে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানেই মুখ্যমন্ত্রীর হাতে রাজ্যপালের বাংলা শিক্ষার হাতেখড়ি হয় এদিন।
রেড রোড থেকে ফিরে মুখ্যমন্ত্রী টুইট বার্তায় প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ১৯৫০-এর আজকের দিনে সংবিধান পেয়েছিল দেশ। মুখ্যমন্ত্রীর টুইট-বার্তায় রাজনৈতিক অভিমুখ না থাকলেও সংবিধানের সেই বিশেষ বৈশিষ্টগুলি রক্ষার অঙ্গিকার করার কথা বলেছেন যেগুলি দেশে বিপন্ন বলে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে শিক্ষাবিদ-সহ সমাজের বিশিষ্টজনেরা বারে বারেই উদ্বেগ প্রকাশ করেছেন।