Mamata Banerjee: বারাণসীতে মুখ্যমন্ত্রী কে দেখেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি! কী বললেন মমতা ?

0
700

দেশের সময় ওয়েবডেস্কঃ এদিকে পুরসভা নির্বাচনে বিপুল ভোটে জয় তৃণমূল কংগ্রেসের।

অন্যদিকে বিধানসভা নির্বাচনের আবহে উত্তরপ্রদেশের বারাণসীতে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল বিজেপি কর্মী। কিন্তু তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘এই ভাবে আমায় দমিয়ে রাখা যাবে না।’  বারাণসীর গঙ্গার ঘাটে যাওয়ার মুখেই এই বিক্ষোভের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

তাঁকে দেখেই কালো পতাকা দেখালেন কয়েকজন বিজেপি কর্মী। এরপর তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’ ধ্বনিও তোলেন তাঁরা। উত্তেজনার মুহূর্তে চুপ থাকেননি তিনি। ‘জয় শ্রীরাম’ ধ্বনির পাল্টা ‘জয় হিন্দ’ স্লোগান দেন মমতা। অন্যদিকে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির সমর্থকরা ‘মমতা জিন্দাবাদ’ ধ্বনি তোলেন।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসেই উত্তরপ্রদেশে লখনউয়ে গিয়ে অখিলেশের হয়ে ভোট প্রচারে সামিল হয়েছিলেন মমতা ব্যানার্জি। সেখানে অখিলেশকে ‘ভাই’ বলে ডাকেন তিনি। এদিন বারাণসীর ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খোলেন অখিলেশ যাদব। তাঁর বক্তব্য, ‘দিদি এবং ভাই একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়ছে। 

বাংলায় শোচনীয় হারের ধাক্কা এখনও সামলাতে পারেনি তারা। উত্তরপ্রদেশেও একই অবস্থা হতে চলেছে ওঁদের। তাই কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এটা ওঁদের হতাশা ছাড়া আর কিছুই নয়।’ 

বারাণসীতে বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে এই বিক্ষোভের প্রতিবাদ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায়, ‘একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই দুই কারণেই মমতা ব্যানার্জির সম্মান প্রাপ্য। বিজেপি নারীবিদ্বেষী মনোভাব থেকে এই বিক্ষোভ দেখাচ্ছে। উত্তরপ্রদেশ সবকিছু লক্ষ্য রাখছে।’ 

Previous articleUkraine-Russia: রাশিয়ার হামলায় ইউক্রেনে মৃত ২ হাজারেরও বেশি সাধারণ মানুষ, ধ্বংস হাসপাতাল, বাড়ি, স্কুলও
Next articleUP Assembly Election 2022: মোদীর লোকসভা কেন্দ্রে মমতা! বারণসীর গঙ্গা ঘাটে সন্ধ্যা আরতিতে মগ্ন মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here