Mamata Banerjee পুজোর সেরা গানের স্বীকৃতি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় , রেড রোডে  বর্ণাঢ্য অনুষ্ঠানে একঝাঁক তারকা : দেখুন ভিডিও

0
208
দীপ্তমা নন্দী , দেশের সময়

প্রতিবারের মতো এবারও দুর্গা পুজোর কার্নিভ্য়াল উপলক্ষে সেজে উঠেছে রেড রোড। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে থেকে রেড রোডে কার্নিভ্যাল শুরুর কথা জানিয়েছিল রাজ্য।

দুপুর থেকে অবশ্য শহরের বিভিন্ন পুজো উদ্যোক্তারা প্রতিমা নিয়ে হাজির হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্ধারিত সময়ের প্রায় ৯ মিনিট আগে পৌঁছন কার্নিভ্যাল মঞ্চে।

সঙ্গীত-নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হল কার্নিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান। বস্তুত, যে গানটি দিয়ে এদিন অনুুষ্ঠানের সূচনা হল, সেটি লিখেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চে গানটি পরিবেশনা করেন সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানের তালে নৃত্য পরিবেশনও হয়। বস্তুত, মমতার লেখা গানটিকে কার্নিভ্যালের সেরা গান হিসেবে এদিনের মঞ্চে ঘোষণাও করা হয়।

Notice

মুখ্যমন্ত্রীর পাশাপাশি কার্নিভ্যালে উপস্থিত রয়েছেন সমাজের বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০১৬ সাল থেকে কোলকাতায় দুর্গাপুজো কার্নিভালের সূচনা হয়। ইতিমধ্যে ইউনেস্কোর স্বীকৃতিও পেয়েছে
কলকাতার দুর্গা পুজো। 

কার্নিভালে উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়রা উপস্থিত রেড রোড কার্নিভালে। রয়েছেন প্রাক্তন সাংসদ নুসরতও।

একের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা রেড রোডে দেখুন ভিডিও

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রায় নৃত্য পরিবেশন করলেন বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। দমকলমন্ত্রী সুজিত বসুর পৌরাহিত্যে এই পুজো হয়।

কালীঘাটের ‘ফরওয়ার্ড ক্লাব’-এর থিম ‘নাশ’। তার পর শোভাযাত্রা করল আলিপুর রোডের ‘কোলাহল গোষ্ঠী’। থিম, প্রতিমা, শোভাযাত্রা দেখে মুগ্ধ অতিথিরা।

Previous articleDroher Carnivalহাইকোর্টের নির্দেশে ব্যারিকেড সরতেই উচ্ছ্বাস! শুরু ‘দ্রোহের কার্নিভাল’ দেখুন ভিডিও
Next articleDurga Puja Carnival 2024: রেডরোডে দুর্গাপুজো কার্নিভাল ,কী কী হল ৫ ঘণ্টার সরকারি উৎসবে? দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here