![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/IMG-20220818-WA0002-819x1024.jpg)
দেশের সময় ওয়েবডেস্কঃ নতুন মন্ত্রিসভা নিয়ে বৃহস্পতিবার প্রথম নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রদবদলের পর প্রথম বৈঠকেই ইমেজ ক্লিয়ার রাখার সাফ বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন ভাবমূর্তি রাখতে হবে স্বচ্ছ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/02.jpg)
একই সঙ্গে জানিয়েছেন, কলকাতা এবং জেলার কোনও মন্ত্রী আর পাইলট কার বা লাল বাতির গাড়ি ব্যবহার করতে পারবেন না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর, আগামিকাল থেকে জেলা থেকে কলকাতা যাওয়া-আসার জন্য পাইলট কার ব্যবহার করলে সেই বিষয়টি সঠিক ভাবে দেখা হবে না।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/03.jpg)
জানা গিয়েছে, সকলকে কাজ করার কথা বলা হয়েছে। কাজের জায়গা ভাগ করে দেওয়া হবে প্রতিমন্ত্রীদের। মুখ্যমন্ত্রীর দফতর কাজ ভাগ করে দেবে। কাজের বিষয়ে আরও বেশি ওয়াকিবহাল হওয়ার নির্দেশ দিয়েছেন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/06.jpg)
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনও কাগজে সই করার আগে ভাল করে দেখে নিতে হবে প্রত্যেককে। চন্দ্রিমা ভট্টাচার্য বৈঠক শেষে জানিয়েছেন, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৫টি ইন্ড্রাস্টিয়াল পার্ক এবং ১৮টি ইন্ড্রাস্টিয়াল ইউনিটের। বিনিয়োগ করা হবে ৬০০ কোটি টাকা। তাতে কয়েকহাজার কর্মক্ষেত্রের সম্ভাবনা বলেও জানানো হয়েছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/07.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/05.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/11.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/08.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/09.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/10.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/08/12.jpg)