Mamata Banerjee: চলতি মে মাসেই তৃণমূলে সাংগঠনিক রদবদল,জানিয়ে দিলেন মমতা

0
749

দেশের সময় ওয়েবডেস্কঃ তৃণমূলের নতুন প্রধান দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে কার্যত পঞ্চায়েত ভোটের দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাতে অনেকটা সময়, তাও আগে থেকেই শুরু করলেন হোমওয়ার্ক। সাংবাদিক বৈঠক থেকে মমতা বললেন, আগামী ১০ মে থেকে জেলা সফরে যাব। ১০ তারিখ থেকেই বিভিন্ন স্তরে মিটিং শুরু হবে। প্রথমদিন পশ্চিম মেদিনীপুরে যাব। প্রশাসনিক মিটিং করে পরের দিন দলীয় মিটিং হবে বুথ স্তর। পঞ্চায়েত স্তর পর্যন্ত মিটিং হবে আমার।

একেবারে নীচের তলা পর্যন্ত বার্তা পৌঁছে দিতে হবে, বুথ স্তর পর্যন্ত। উল্লেখ্য, মমতা জানিয়েছেন, এর পর ঝাড়গ্রামে প্রশাসনিক সভা করবেন তিনি। তার পর ঝাড়গ্রামেও একটি দলীয় সভা করবেন। এ কথায় বলা চলে, পঞ্চায়েত ভোটের সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূল নেত্রী। নতুন দলীয় কার্যালয়ের প্রথম সাংবাদিক বৈঠক থেকেই বেধে দিলেন লড়াইয়ের সুর।

সামনের বছর পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগে চলতি মে মাসেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল শুরু হয়ে যাবে বলে বৃহস্পতিবার জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷


এদিন নতুন তৃণমূল ভবনে নেতাদের নিয়ে বৈঠক করেছেন দিদি । তারপর সাংবাদিক বৈঠকে সাংগঠনিক রদবদলের কথা জানান তিনি। মমতা বলেন, এখন নানারকম সুপারিশ ও পরামর্শ আসছে। ২০ মে থেকে সংগঠনের রদবদল শুরু হবে। পার্টি সংগঠনের পাশাপাশি গণসংগঠনেও রদবল হবে বলে জানিয়েছেন মমতা।

তৃণমূলনেত্রী সে ব্যাপারেও কোনও গোপনীয়তা রাখেননি। মমতা (Mamata Banerjee) বলেন, জেলা ও ব্লক স্তরের সাংগঠনিক রদবদল হবে। এখন আমরা সাজেশনগুলো নিচ্ছি। ২০ মে থেকে ঘোষণা করা শুরু হবে।

তৃণমূলনেত্রী আরও জানিয়েছেন, এবার থেকে তাঁর জেলা সফরগুলো হবে দু’দিনের। প্রথমদিন প্রশাসনিক বৈঠক। পরের দিন সাংগঠনিক। দিদি এও জানিয়েছেন, সাংগঠনিক বৈঠক তিনি করবেন একেবারে বুথ স্তরের নেতা পর্যন্ত। জেলা, ব্লকের নেতাদের পাশাপাশি বুথ সভাপতিরাও থাকবেন সেখানে।

১০ মে পশ্চিম মেদিনীপুর জেলা দিয়ে শুরু হচ্ছে মমতার এই দফার জেলা সফর। প্রথমদিন হবে প্রশাসনিক বৈঠক। পরের দিন মেদিনীপুর কলেজিয়েট মাঠে হবে সাংগঠনিক বৈঠক। পরের দিন যাবেন ঝাড়গ্রামে। সেখানেও একই ভাবে প্রশাসনিক ও সাংগঠনিক বৈঠক হবে।

অনেকের মতে, এই সাংগঠনিক রদবদল ও বৈঠকের মধ্যে দিয়েই পঞ্চায়েত নির্বাচনের ওয়ার্মআপ শুরু করে দিতে চাইছেন দিদি। সেইসঙ্গে দলের মধ্যে এও বার্তা দিতে চাইছেন, প্রশাসন এবং সংগঠন—সবটাই তাঁর হাতে। তিনিই দেখবেন।

মমতা এ দিন কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দলীয় সহকর্মীদের প্রতি। পাশাপাশি তিনি বলেন, ভুল ধরিয়ে দেবেন। কাজের সুযোগ দেবেন। মানুষ হলেই ভুল হতে পারে। কোনও কারণে খারাপ লাগলে আমি ক্ষমাপ্রার্থী। তার পরেই একেবারে পঞ্চায়েত স্তর থেকে জেলা সফর করার কথা বলেন মমতা।

Previous articleCrop: বৃষ্টিতে নষ্ট হচ্ছে বোরো ধান, কপালে চিন্তার ভাঁজ চাষিদের
Next articleRain: আজও ঝড়বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া! বঙ্গোপসাগরে আবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here