Mamata Banerjee 21 July Speech: “বাড়িতে গিয়ে গরম জলে স্নান ও অ্যান্টি অ্যালার্জিক ওষুধ”, বৃষ্টিস্নাত কর্মীদের পরামর্শ দিদির

0
732

পিয়ালী মুখার্জি, কলকাতা : বৃহস্পতিবার ধর্মতলায় বাঁধভাঙা বৃষ্টি। অগত্যা একুশের মঞ্চে ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজেই আগুন ঝরানো বক্তৃতা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কাকভেজা হয়েই এদিন একে একে বক্তব্য রাখলেন ফিরহাদ হাকিম, বীরবাহা হাঁসদারা।

মঞ্চের উলটোদিকেও তখন বৃষ্টিতে ভিজছেন হাজার হাজার কর্মী-সমর্থক। এরপর বৃষ্টি থেমে গেলেও ভেজা পোশাকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন সকলে। আর বক্তব্য শেষ করেই কর্মী-সমর্থকদের বিশেষ টোটকা দলের সুপ্রিমোর।

বৃষ্টিস্নাত ধর্মতলায় ভিজে স্নান করেও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে অপেক্ষায় ছিলেন হাজার হাজার কর্মী-সমর্থক। বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগার মাঝেই দলের কর্মীদের জন্য উদ্বিগ্ন হয়ে পড়তে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

তাই বক্তব্য শেষ করেই একুশের মঞ্চ থেকে দিদির পরামর্শ, “তোমরা অনেক ভিজেছো। বাড়ি গিয়ে সকলে গরম জলে স্নান করে নিও। আর একটা করে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেয়ে নিও।” দলীয় কর্মীদের জন্য নেত্রীর এই স্নেহ দেখে মুগ্ধ সমাবেশে আগত সকলেই।

কেবল পরামর্শই নয়, পরবর্তী ২১ জুলাইয়ের সমাবেশে সকলকে আবার আসার জন্যও অঙ্গীকারবদ্ধ হতে বলেন তিনি। এই নিয়ে একটি ছড়াও তৈরি করে ফেলেন নেত্রী। মমতা বলেন, “মেঘ বলেছে আসছি আসছি, এবার বাড়ি যাও। আবার আসছে ২১ জুলাই, তোমার দেখা পাই।”

বৃষ্টিস্নাত ধর্মতলার মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । প্রথম তিনি ছাতা হাতে বক্তব্য শুরু করলেও পরে ছাতা সরিয়ে দেন। কর্মী-সমর্থকদের তিনি প্রশ্ন করেন, “ছাতা মাথায় থাকবে না সরিয়ে দেব? আমি সরিয়ে দিলে কিন্তু আপনাদেরও ছাতা সরিয়ে দিতে হবে।” শেষ পর্যন্ত বৃষ্টিতে ভিজেই বক্তৃতা করলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। তিনি বলেন, “বৃষ্টি আমাদের জন্য শুভ। যখন বৃষ্টি হয় তখনই বিজেপি ধরাশায়ী হয়।”

Previous articleRaisina Hills: ‌রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম রাউন্ডের গণনার ফলে যশবন্তকে পিছনে ফেলে এগিয়ে গেলেন দ্রৌপদী মূর্মু
Next articleDraupadi Murmu Wins: রাইসিনার মসনদে দ্রৌপদী, ধামসা-মাদলে উৎসবে মাতল বিজেপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here