দেশের সময় ওয়েবডেস্কঃ ঠিক এক বছর আগে এই দিনে বিজেপি–কে হারিয়েছিলেন।তৃতীয় বার বাংলার ক্ষমতায় এসেছিল তৃণমূল। তৃতীয় বার মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

ওই দিনের প্রথম বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ২ মে এবার থেকে মা, মাটি, মানুষ দিবস হিসেবে পালিত হবে। টুইটারে সেকথা লিখলেন মমতা। 

 টুইটারে মমতা লিখলেন, ‘‌মা- মাটি-মানুষ সেদিন সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে,  গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। প্রকৃত জাতি-নির্মাণে আমাদের প্র‍্য়াস জারি রাখতে হবে, কারণ অনেক যুদ্ধ লড়তে ও জিততে হবে।’‌ এখানেই থামেননি তিনি।

আরও লিখলেন, ‘‌আজকের দিনটি আমি মা-মাটি-মানুষের কাছে উৎসর্গ করলাম এবং সকলের কাছে আমার আহ্বান, আজ থেকে এই দিনটি ‘মা-মাটি-মানুষ দিবস’ বলে অভিহিত হোক। জয় হিন্দ, জয় বাংলা।’‌ 

টুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌মে ২০২১ সবসময় আমাদের মনে থাকবে। আজকের দিনে তৃতীয়বারের জন্য মা মাটি মানুষের সরকারের ওপর আস্থা রাখার জন্য বাংলার প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনাদের যাতে আরও ভালো পরিষেবা পৌঁছে দিতে পারি, তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’‌

 ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মোট ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল জেতে ২১৫টি আসনে। আর বারবার জয়ের দাবি করলেন বিজেপি শেষ পর্যন্ত পায় ৭৭টি আসন। সিপিএম আর কংগ্রেস খাতাই খুলতে পারেনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here