Mamata Banerjee: বিজেপি-র মন্ত্রীদের বাড়িতে ইডি-সিবিআই পাঠানোর দাবি তুলে পুরুলিয়ায় কর্মিসভায় মোদী সরকারকে ভর্ৎসনা মমতার

0
489

দেশের সময় ওয়েবডেস্কঃ কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

পুরুলিয়ার কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘হয় ১০০ দিনের টাকা দাও। নইলে বিদায় নাও।’‌ মমতার কথায়, ভোট এলেই মোদী সরকার প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয়, ভোটের পর কাউকে খুঁজেও পাওয়া যায় না। হুঙ্কার ছেড়ে মমতা বলেছেন, ইডি–সিবিআই দেখিয়ে তাঁকে ভয় দেখানো যাবে না।

সোমবারই দিল্লির মন্ত্রী সতেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে৷ এই ঘটনার পরই সিবিআই-ইডি দিয়ে বিরোধীদের হেনস্থা করার অভিযোগে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুরুলিয়ার সভা থেকে পাল্টা জাল পাঁচশো টাকার নোট ছাপানোর কেলেঙ্কারির অভিযোগ তুলে সরব হলেন মমতা৷ বিজেপি নেতাদের বাড়িতেও ইডি- সিবিআই তল্লাশির দাবি তুললেন তিনি৷

পুরুলিয়ার কর্মিসভায় মমতা বলেন, ‘‌কখনও লালু প্রসাদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি পাঠানো হচ্ছে। কখনও হেমন্ত সোরেনের বাড়িতে যাচ্ছে সিবিআই। কিন্তু বিজেপি নেতাদের বিরুদ্ধে কেউ কোনও কথা বলছে না। বিজেপি নেতাদের গেপ্তার করা উচিত। সবকটাকে জেলে পুরুক সিবিআই।’‌

কয়লা পাচার, গরু পাচার কাণ্ডে অন্য দলের নেতাদেরই টার্গেট করা হচ্ছে বলে তোপ দাগেন মমতা। বলেন, ‘‌কেন্দ্রীয় সংস্থা দিয়ে বারবার ভয় দেখানো হচ্ছে। ওরা ঠিক করেছে ঘরে ঘরে সিবিআই পাঠাবে। আমি কিন্তু কাউকে ভয় পাই না।’‌ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেছেন, ‘‌মোদী সরকার ভেজাল সরকার। ভোট এলে উজালা, ভোট কাটলে ঘোটালা।

আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে বিজেপি সরকার। ১০০ দিনের টাকা দাও, নয়তো বিদায় নাও।’‌ বিজেপি সাংসদ, বিধায়কদেরও খোঁচা দিয়েছেন মমতা। ২০১৯ লোকসভায় এই রাজ্যে ঘাসফুল শিবির ধাক্কা খেলেও মমতার দাবি, ২০২৪–এ বাংলায় বিজেপির ‘নো এন্ট্রি’।

ভুল শুধরে দলীয় কর্মীদের উন্নয়নের পথে হাঁটার বার্তা দিয়েছেন মমতা। জানিয়ে দিয়েছেন, তৃণমূল কর্মীদের বাড়ি থেকে বেরিয়ে সাধারণ মানুষের সমস্যার, অভাব–অভিযোগ শুনতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। ব্লকে ব্লকে মিছিল করতে হবে। কোনও অন্যায় বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন মমতা। 

রাজ্যের অন্যান্য অংশের তুলনায় বিধানসভা নির্বাচনেও পুরুলিয়ায় তৃণমূলের ফল ছিল তুলনামূলক খারাপ৷ জেলার মাত্র তিনটি আসনে জয় পায় শাসক দল৷ এই অবস্থায় আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যাতে একটিও আসন না পায়, তা নিশ্চিত করতে দলের কর্মীদের ঘর থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন তৃণমূলনেত্রী৷ সরকারি পরিষেবা মানুষ পাচ্ছেন কি না, গ্রামে গ্রামে গিয়ে সেই খোঁজ নেওয়ার জন্য দলের নেতা- কর্মীদের নির্দেশ দেন তিনি৷

আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এ দিন দাবি করেছেন, ২০২৪-এ আর ক্ষমতায় ফিরতে পারবে না বিজেপি৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘যতই চেষ্টা করো, ২০২৪ আর হবে না, ওটা নো এন্ট্রি৷ এখন থেকেই জনগণ বলে দিচ্ছে, ২০২৪-এ নো এন্ট্রি৷ গরিব মানুষকে মেরে ফেলছো, রেল, কোল ইন্ডিয়া, ব্যাঙ্ক- সব বিক্রি করে দিচ্ছো’

Previous articleBangladeshi woman: প্রেমিকের টানে বাঘ-কুমিরের ভয়কে উপেক্ষা করে ১ ঘন্টা নদী সাঁতরে এপার বাংলায় এলেন বাংলাদেশের তরুণী তারপর..
Next articleRain update: বাংলায় বর্ষার প্রবেশ!দু’তিন দিনের মধ্যেই উত্তরবঙ্গে ঢুকছে বর্ষা, তবে দক্ষিণবঙ্গে কবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here