দেশের সময় : উত্তর ২৪ পরগনার চাকলায় দলীয় সভায় বৃহস্পতিবার উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সভায় যোগ দেওয়ার আগে চাকলার লোকনাথ ধামে পুজো দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে দলীয় সমাবেশে বক্তব্য রাখেন মমতা। সেখানে একদিকে যেমন দলের নেতা-কর্মীদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী, তেমন ধর্মীয় সম্প্রীতি নিয়ে বার্তা দিয়েছেন তিনি। এদিনের সভা থেকে বিজেপিতে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা।
এদিন চাকলার সভা থেকে ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে বার্তা দিয়েছেন মমতা। একই সঙ্গে নাম না করে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তিনি। মমতা বলেন, ‘বাইরের লোকের ভোটের সময় এসে টাকা দিলে নিয়ে নিন। কারণ এটা মানুষের টাকা। কিন্তু দয়া করে সিপিএম বা বিজেপিকে ভোট দেবেন না। কোনও সাম্প্রদায়িক বিভেদকারীদের কথা শুনবেন না। কারণ এরা বিজেপির টাকায় ঘুরে বেড়াচ্ছে। একদল বসন্তের কোকিল এসেছে। এলাকায় এলাকায় ধর্মীয় সভার নামে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে।’
চাকলার সভা থেকে রাজ্যের সংখ্যালঘু শ্রেণির মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘সংখ্যালঘু বন্ধুরা সাবধান। আপনাদের নিরাপত্তা ও জীবন সুনিশ্চিত। আর্থিক নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু আমরা করেছি। বিজেপির টাকা নিয়ে যাঁরা ভাঁওতা দিচ্ছে, তাঁদের কথা শুনলে সমস্যা হবে। বাংলাটা তৃণমূলের হাতে রাখতে হবে। আমরা যদি আসন কম পাই। তবে বিজেপির অত্যাচার আরও বাড়বে। CAA বা NRC নিয়ে বিজেপি কম করেনি। নির্বাচনের আগে বিজেপি খবরদারি করার কে? আপনাদের অনুরোধ, দয়া করে ভুল বুঝবেন না। আমরা যতদিন আছি, আপনাদের ক্ষতি কেউ করার চেষ্টা করলে পাহারাদারের ভূমিকা পালন করব। কোন এলাকায় কী হচ্ছে, আমি লক্ষ্য রাখি।’
দুর্নীতির দায়ে জেলে জ্যোতিপ্রিয় মল্লিক, সেই সময়েই উত্তর ২৪ পরগনায় কর্মিসভা তৃণমূল নেত্রীর। দেগঙ্গায় সভার আগে চাকলায় লোকনাথ মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
চাকলায় পুজো দিয়ে একতার বার্তা দেন মুখ্যমন্ত্রী। রাম মন্দির উদ্বোধনের আবহে বাংলায় তীর্থস্থানগুলির উন্নতির জন্য রাজ্য সরকার কী কী করেছে তার তালিকাও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ‘তীর্থস্থানগুলির উন্নয়নে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বাংলা জুড়ে তীর্থস্থানগুলির জন্য ৪০০ কোটি টাকার বেশি খরচ হয়েছে।’ দক্ষিণেশ্বর ঢেলে সাজিয়েছে রাজ্য প্রশাসন। কালীঘাটের উন্নয়ন প্রকল্পও শুরু হয়েছে। সেই প্রসঙ্গও শোনা যায় মুখ্য়মন্ত্রীর মুখে, তিনি বলেন, ‘দক্ষিণেশ্বরের পর কালীঘাট মন্দিরেও স্কাইওয়াক হচ্ছে।’ কিছুদিন পরেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। প্রথম থেকেই সেই মেলার পরিকাঠামো উন্নয়নের একাধিক পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
সেই কথা স্মরণ করিয়ে দিয়ে তাঁর মন্তব্য, ‘গঙ্গাসাগরে’ আগে থাকার জায়গাও ছিল না, এখন আমূল পরিবর্তন হয়েছে।’ দিঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। সেই প্রসঙ্গও উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে।
জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর উত্তর ২৪ পরগনা জেলায় গিয়ে মমতা কী বার্তা দেন, সেদিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। এদিক জেলায় একটি কমিটি তৈরি করেছে মমতা। সুজিত বসু, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামীদের মতো নেতাদের সেই কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিন ফের একবার প্রবীণদের যোগ্য সম্মান দেওয়ার কতা বলেছেন মমতা। তিনি বলেন, ‘সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। এটা কিন্তু আমি বারবার বলছি। পুরনো চাল ভাতে বাড়ে। পুরনো ও নতুন উভয়কে আমাদের দরকার। পুরুষ ও মহিলা উভয়কেই দরকার।’