Mamata Banerjee: কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা, সাফাইকর্মীদের হাতে শীত বস্ত্র তুলে দিলেন মমতা

0
184

দেশের সময়, কলকাতা: প্রবল শীতেও সাফাইকর্মীদের ঘরে থাকার জো নেই। কনকনে ঠান্ডার মধ্যেও জলে হাত ভিজিয়ে কাজ করতে হয় তাঁদের। সেই সাফাইকর্মীদের জীবনযাপন তাঁকে যথেষ্ঠ ভাবায় বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পথেই সাফাইকর্মীদের হাতে তিনি তুলে দেন শীত বস্ত্র -কম্বল।

মুখ্যমন্ত্র্রী তাঁর ফেসবুকের পাতায় লিখেছেন, ‘‘নিজের সাধ্যমতো সর্বদা সকল মানুষের পাশে থাকতে আমি বদ্ধপরিকর। আমার রাজ্যের যে কোনও প্রান্তে, যদি এক জন মানুষও দুঃখে-কষ্টে থাকেন, তা হলেও তা আমার কাছে সমান বেদনাদায়ক।’’ মমতা এ-ও জানিয়েছেন, সাফাইকর্মীদের জন্যই শহর কলকাতা এবং গোটা রাজ্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।

মমতার মুখে এ কথা প্রায়ই শোনা যায়, তাঁর নিজের কোনও পরিবার নেই। মানুষের পরিবারই তাঁর পরিবার। যে কোনও মন্দিরে পুজো দিতে গেলে তাঁর গোত্র জিজ্ঞেস করলে মমতা জবাব দেন, ‘মা, মাটি, মানুষ’।

কম্বল বিতরণের ফেসবুক পোস্টেও মানুষের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘‘জনসেবা করার জন্যই নিজের গোটা জীবন সঁপে দিয়েছি গণদেবতার স্বার্থে। তাঁরা ভাল থাকলেই আমার ভাল থাকা।’’

Previous articleKolkata International Book Fair 2024:আজ বিকেলে বইমেলা শুরু, এ বারের থিম কী, কবে কোন অনুষ্ঠান?
Next articleRamakrishna Mission :বনগাঁ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে স্বামী নিত্যানন্দজি মহারাজের ১১ তম বার্ষিক ভান্ডারা অনুষ্ঠান পালিত হল মহাসমারোহে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here