Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে ফিরেই চারটি পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর,সৌরভের জন্য মা কালীর কাছে প্রার্থনা মমতার

0
511

দেশের সময় ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার থেকেই কার্যত আলোর উৎসব শুরু হয়ে গেল বাংলায়। উত্তরবঙ্গ সফর সেরে ফিরেই বৃহস্পতিবার জানবাজার সম্মিলিত কালী পুজোর উদ্বোধন সারেন তৃণমূল সুপ্রিমো। এরপর একে একে শেক্সপিয়র সরণির ইয়ুথ ফ্রেন্ডস, দেবেন্দ্র ঘোষ রোডের ইন্ডিয়া ক্লাব ও হরিশ মুখার্জি রোডের ভেনাস ক্লাবের পুজোর ফিতে কাটেন মুখ্যমন্ত্রী। বাংলার চারটি তাবড় পুজোর উদ্বোধন নিজে হাতেই করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মঞ্চ থেকেই তিনি সাফ জানিয়ে দেন, কালী পুজোতে যদি কেউ সম্প্রীতি নষ্টের চেষ্টা করে, তাদের রেয়াত করবে না রাজ্য সরকার। 

এদিন সৌরভের হয়ে মা কালীর কাছে প্রার্থনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “মাগো শক্তি দাও। আমি সৌরভের দীর্ঘজীবন কামনা করি। ওর পরিবারের সুন্দর জীবন কামনা করি। আমরা লজ্জিত। আজ তোমাদের হাতে ক্ষমতা, তাই সৌরভকে হতে দিলে না। কে বলতে পারে ভবিষ্যতে সৌরভই যাবে। সেদিন তোমাদের হাতে ক্ষমতা থাকবে না। মায়ের কাছে এই প্রার্থনা করি।”

প্রসঙ্গত, বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে সরে যেতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যা নিয়ে ঝড় উঠেছে ক্রিকেট প্রশাসনে। অনেকেই সৌরভের পাশে দাঁড়িয়েছেন। তাঁর হয়ে সওয়াল করেছেন। সেই তালিকায় সবথেকে গুরুত্বপূর্ণ মুখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোর্ড সভাপতির নির্বাচন ঘিরে যে বিতর্ক দানা বেঁধেছে, তা নিয়ে মমতার মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

রজার বিনি বোর্ড সভাপতি হচ্ছেন তা যখন নিশ্চিত, তখন মমতা আইসিসির চেয়ারম্যান হিসাবে সৌরভের নাম প্রস্তাবের পক্ষে সওয়াল করেন। এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন তিনি। মমতা বলেছিলেন, “আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, দয়া করে সৌরভকে আইসিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হোক।”

কিন্তু আইসিসি-র চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে বিসিসিআই কর্তারা এখনও কোনও আলোচনা করেননি। এরই মধ্যে কালীপুজোর উদ্বোধনে গিয়ে আর একবার সৌরভের পাশে দাঁড়ালেন মমতা। বৃহস্পতিবার মমতার অভিযোগ, “বাংলার ছেলে বলেই সৌরভকে আইসিসি-র চেয়ারম্যান হতে দেওয়া হল না।”

বৃহস্পতিবার জানবাজারে কালীপুজোর উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দুধের দাম বাড়ার প্রসঙ্গে গুজরাত এবং বাংলার তুলনা টেনে কেন্দ্রীয় নীতির প্রতিবাদ করেন। সেই প্রসঙ্গ থেকে সরাসরি সৌরভের প্রসঙ্গে চলে আসেন মমতা। তিনি বলেন, “সৌরভ বাংলার ছেলে বলে আইসিসি-র চেয়ারম্যান হল না। শরদ পওয়ার ছিলেন, জগমোহন ডালমিয়া ছিলেন। সৌরভ এখানে বিসিসিআই-তে ছিল।

সুপ্রিম কোর্ট সৌরভ আর অমিত শাহের ছেলে জয় শাহের মেয়াদ বাড়িয়ে ছিল। এক জন থেকে গেল। আর এক জন বাদ চলে গেল। কী অপরাধ ওর? ভারত থেকে কারও নাম আইসিসি-তে পাঠায়নি। এটাই খেলা। দু’বছর অন্যকে সমর্থন করবে, তার পর নিজেদের লোক পাঠাবে। অন্যদের বেলায় পরিবার, ওদের বেলায় হরিদ্বার। লজ্জা করছে আমার।”

আইসিসি-র চেয়ারম্যান নির্বাচনে ভারত থেকে কারও মনোনয়ন না দেওয়া নিয়েও আজ সরব হয়েছেন মমতা। তিনি বলেছেন, “আইসিসি-তে ভারতের চেয়ারম্যান হল না। ভারত লড়লে আর কেউ জিততে পারে না। আইসিসি-তে ভারতের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তুমি সৌরভকে দু’বছর দিতে পারতে। তার পর না হয় তোমার ছেলেকে পাঠাতে। কেউ আপত্তি করত না।” এখানে তোমার ছেলে বলে মমতা নাম না করে অমিত শাহের ছেলে জয় শাহকে বোঝাতে চেয়েছেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

এদিন জানবাজারে উদ্বোধনে গিয়ে মমতার গলায় শোনা যায় খানিক নস্টাজিক সুর-ও। তাঁর কথায় ,’জানবাজারে যারা জান দিয়ে পুজো করেন, তাঁদের টানে এখানে আসি। আসতে না পারলে ভাল লাগে না। এটা আমার পার্মানেন্ট জায়গা।’ কথার ফাঁকে টাটা ইস্যুতে সিপিএমকেও বিঁধতে ছাড়েননি মমতা বন্দোপাধ্যায়। 

Previous articleSitrang Warning : ঘূর্ণিঝড় সিতরাং নিয়ে বাংলায় কী কী সতর্কতা!কবে-কোথায় আছড়ে পড়বে? কী বলছে হাওয়া অফিস
Next articleCorona New Variant : কোভিডের আরও একটি ঢেউ আসতে পারে, জানালেন সৌম্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here