দেশের সময় ওয়েবডেস্ক: প্রতি বছরের মতো এ বারেও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে অ্যালেন পার্কে আয়োজিত হয়েছে ক্রিসমাস উৎসব । সোমবার সেখানেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের সূচনা হল তাঁর উপস্থিতিতে। সকলকে ধন্যবাদ জানিয়ে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, গানও গাইলেন তিনি। গান করার শুরুতে ইন্দ্রনীল সেনকে বলেন, “গানে যেন কোনও ভুল না হয়।”

সোমবারে মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে গান গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এ দিন ইন্দ্রনীল সেনকে দুটি গান গাইতে বলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি ইন্দ্রনীলকে বলেন, গানে যেন কোনও ভুল না হয়। তারপর ইন্দ্রনীল সেন গান ধরেন ‘বিশ্বপিতা তুমি হে প্রভু’, সেই গানেই মঞ্চে বসে গলা মেলালেন মুখ্যমন্ত্রী। গান শেষে মুখ্যমন্ত্রী বলেন, “ইন্দ্রনীল তুমি কিন্তু সুরটা ঠিক করোনি।” মুখ্যমন্ত্রীর কথা শুনে ইন্দ্রনীল বলে ওঠেন, “গান গাওয়া খুব মুশকিল, একটু ভুল হলেই দিদি ধরে ফেলেন।”এর পর ‘মঙ্গলদ্বীপ জ্বেলে’ গানটি ধরেন ইন্দ্রনীল।

এ বছর বড়দিনের উৎসবে কী ভাবে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী? জানালেন, “আমি ২৪ তারিখ মাস প্রেয়ারে থাকব প্রতিবারের মতো। ভ্যাটিকান থেকে গোয়া, গোয়া থেকে কলকাতা সবাইকে জানাব ক্রিসমাসের শুভেচ্ছা। আমি গোয়াতে গিয়েও চার্চে গিয়েছি। আমাদের এক সঙ্গে থাকতে হবে। উৎসব সবার, ধর্ম আপনার। দেশ তখনই শক্তিশালী হবে। যখন আমরা এক সঙ্গে থাকব। ইউনিটি ধরে রাখতে হবে। কোনও ডিভিশন নয়।” সোমবারের মঞ্চ থেকে পুলিশের কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। উৎসব সামলানোয় পুলিশের দক্ষতা রয়েছে, সে কথা বলেন তিনি।

উৎসবের সূচনা করে তিনি বললেন, “প্রতি বছর আমরা এই অনুষ্ঠান পালন করি। এ বার বিভিন্ন কমিশনারেট এলাকা ও জেলায় এই অনুষ্ঠান পালন করা হবে। এখন অনেক টেনশন। দেশে এখন অনেক পলিটিক্যাল পলিউশন। তাই হাসি দরকার। শান্তি দরকার। পলিউশনের সলিউশন মেন্টাল পিস।” এ ছাড়াও সমস্যা রয়েছে কোভিড পরিস্থিত নিয়েও। করোনার কারণে অনেক দেশের বড়দিনের উৎসব বাতিল হয়েছে। সংক্রমণের বাড়বাড়ন্ত দেখেছে ইউরোপ-আমেরিকা। সেই কারণে উৎসবের মুখে সতর্ক থাকতে বললেন মমতা। তিনি বললেন, “এখন ওমিক্রন থেকে আমাদের সাবধান থাকতে হবে। বেশ কয়েকজন বাইরে থেকে এসেছেন। তাঁদের বলব নিজেদের আইসোলেটেড করে রাখুন। পরিবারের সঙ্গে মেলামেশা করবেন না। মাস্ক পড়ুন।”

সবাই কাজ করেন। কিন্তু ক’জন আর হাসি মুখে কাজ করেন? সোমবার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে অ্যালেন পার্কে অনুষ্ঠিত ক্রিসমাসের সূচনায় ঠিক সেটাই করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গরিবগুর্ব মানুষের কাছে ক্রিশ্চিয়ান মিশনারিজগুলি যে ভাবে শিক্ষার আলো পৌঁছে দেয় তার ভূয়সী প্রশংসা করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “তাঁরা সবসময় হাসি মুখে কাজ করেন। আমাদের জীবনে অনেক টেনশন রয়েছে। এই দেশে রাজনৈতিক দূষণও মারাত্মক। তা ছাড়া বিশ্ব উষ্ণায়নের জন্য প্রাকৃতিক দুর্যোগ লেগেই রয়েছে। আমাদের প্রত্যেকের মানসিক শান্তি দরকার। মেন্টাল পিস থাকলে পলিউশন থাকে না। ওটাই সলিউশন।”
মমতার কথায়, মানসিক শান্তি আনার একটাই উপায়, তা হল হাসিমুখ। কাজ করতে হবে হাসিমুখে।

সরাসরি রাজনীতির কথা বলেননি মুখ্যমন্ত্রী। কিন্তু বুঝিয়ে দিয়েছেন কী বলতে চাইছেন। তাঁর বক্তৃতাতেই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের তরফে ক্রিসমাসের অভিনন্দন জানান ভ্যাটিকান থেকে গোয়া, গোয়া থেকে পশ্চিমবঙ্গের মানুষকে।

মমতা এদিন আরও বলেন, জনগনের ঐক্য গড়েই বিভেদের বিরুদ্ধে যুদ্ধ জিততে হবে। এবং দেশের সমস্ত ধর্ম, বর্ণের মানুষ এক হয়ে সেই কাজ করা সম্ভব। তিনি বারবার বুঝিয়ে দেন, ঐক্য যদি না গড়ে তোলা যায়, তাহলে কোনও কিছু করা যাবে না। বিভেদকামী মনোভাব কখনও একটা দেশকে অগ্রসর করতে পারে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here