দেশের সময় ওয়েবডেস্কঃ আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ফলাফল স্পষ্ট হতেই টুইট করে দুই কেন্দ্রের মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এদিন দিদি টুইটে লিখেছেন, “এই জয় হল মা-মাটি-মানুষের দলকে শুভ নববর্ষের উপহার। আমি ভোটারদের স্যালুট জানাই আরও একবার আমাদের উপর আস্থা রাখার জন্য।” গতকালই পয়লা বৈশাখ গিয়েছে। ফলে এই জয়কে নববর্ষের উপহার হিসেবেই দেখাতে চেয়েছেন মমতা।
I sincerely thank the electors of the Asansol Parliamentary Constituency and the Ballygunge Assembly Constituency for giving decisive mandate to AITC party candidates. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 16, 2022
বালিগঞ্জে ব্যবধান কমলেও ২০২২৮ ভোটে বাবুল সুপ্রিয় জয়ী হয়েছেন। আবার আসানসোল লোকসভা এই প্রথম জিতল তৃণমূল। এর আগে কখনও আসানসোল লোকসভায় ঘাসফুল ফোটেনি। উনিশে বিজেপির টিকিটে আসানসোলে বাবুল যে ভোটে জিতেছিলেন, দুপুর দেড়টা পর্যন্ত যা ছবি তাতে সেই ব্যবধান ছাপিয়ে যেতে পারেন শত্রুঘ্ন সিনহা।
আসানসোলে রেকর্ড ভোটে জয়ী শত্রুঘ্ন সিন্হা, প্রায় ৩ লক্ষ ভোটে জয় তৃণমূলের।
প্রসঙ্গত, রাজ্যে বিজেপি ছিল ১৮, হয়ে গেল ১৭। আসানসোলে হারের ফলে সর্বভারতীয় পর্যায়েও আসন কমে গেল বিজেপি-র। ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে বিজেপি-র আসন ছিল ৩০৩। আসানসোল হারানোয় কমে হল ৩০০।
আসানসোল লোকসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা বিজেপি-র অগ্নিমিত্রা পালকে হারানোয় পশ্চিমবঙ্গে পদ্মশিবিরের লোকসভার প্রতিনিধির সংখ্যাও এক জন কমে গেল। ২০১৯ সালে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৮টিতে জিতেছিলেন বিজেপি প্রার্থীরা। সেই তালিকায় ছিলেন আসানসোল থেকে জেতা বাবুল সুপ্রিয়। উপনির্বাচনে হারার ফলে তা কমে হল ১৭। অন্য দিকে, তৃণমূলের লোকসভা সাংসদের সংখ্যা ২২ থেকে বেড়ে হল ২৩।
আসানসোলকে হিসেবে ধরলে ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে সর্বভারতীয় পর্যায়ে নরেন্দ্র মোদীর দলের আসন কমল ৩টি। প্রবল মোদী হাওয়ায় ভর করে ২০১৯-এ ৩০৩টি আসনে একক ভাবে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু ২০২১-এর নভেম্বরে উপনির্বাচনের পর তা নেমে এসেছিল ৩০১-এ। সে সময় বিজেপি-র থেকে হিমাচল প্রদেশের মণ্ডী লোকসভা ছিনিয়ে নিয়েছিল কংগ্রেস।
গুজরাত-ঘেরা কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হবেলী লোকসভা কেন্দ্রে প্রয়াত বিজেপি সাংসদের স্ত্রী শিবসেনার টিকিটে প্রার্থী হয়ে মোদীর দলকে হারিয়ে দিয়েছিলেন। এ বার আসানসোলে তৃতীয় ধাক্কা এল তৃণমূলের তরফে। প্রসঙ্গত, আসানসোলের পাশাপাশি গত লোকসভা ভোটে পশ্চিম বর্ধমান জেলার অন্য আসন বর্ধমান-দুর্গাপুরেও জিতেছিল বিজেপি।