Maldah CID Raid: এবার টাকার পাহাড়ের খোঁজ মিলল মালদার এক মাছ ব্যবসায়ীর বাড়িতে!চলছে অভিযান

0
946

দেশের সময় ওয়েবডেস্কঃ রবিবার একদিকে যখন সানমার্গ চিটফান্ড কেলেঙ্কারিতে একের পর পর জায়গায় হানা দিচ্ছে সিবিআই, ঠিক সেই সময়ই মালদহের এক মাছ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি শুরু করে সিআইডি ৷

এখনও পর্যন্ত তল্লাশিতে উদ্ধার হয়েছে ১ কোটি ৩০ লক্ষ টাকা। টাকা গুনতে আনা হয়েছে মেশিন।  জানা যাচ্ছে ওই ব্যবসায়ীর নাম জয়প্রকাশ।  এখনও পর্যন্ত চলছে টাকা গোনার কাজ। পুলিশ সুপার জানিয়েছেন, সার্বিকভাবে পুলিশ সিআইডিকে সাহায্য করছে।কোনওভাবে যাতে অপ্রীতিকর কোনও পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য বিশেষ নজরদারি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জয়প্রকাশ নামে ওই ব্যবসায়ীর মূলত মাছের ব্যবসা রয়েছে। বিভিন্ন জলাভূমি, পুকুর লিজ় নিয়ে মাছের ব্যবসা করে থাকেন তিনি। কিছুদিন আগেই গঙ্গারামপুরে এক ব্যবসায়ী গ্রেফতার হন। তাঁর বিরুদ্ধেও অবৈধ লেনদেনের অভিযোগ ছিল। তাঁর সঙ্গে পরিচিতি ছিল জয়প্রকাশের। জয়প্রকাশের আত্মীয় হন ওই ব্যক্তি। গরু পাচার-সহ সীমান্তে বিভিন্ন ধরনের চোরা কারবারের টাকা আসত জয়প্রকাশের কাছে। সেই টাকাই আত্মীয়ের কাছে রেখেছিলেন তিনি।

জয় প্রকাশ সাহার বাড়িতে টাকা উদ্ধার হতেই সামনে আছে নানা প্রশ্ন। একজন মাছ ব্যবসায়ী হয়ে বাড়িতে এত টাকা এল কোথা থেকে? শুধু কি মাছ ব্যবসা নাকি এর আড়ালে রয়েছে অন্যকোন পাচার চক্রের যোগ? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছে সিআইডি। সূত্রের খবর, জয় প্রকাশ সাহা নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

এখন এটাই দেখার এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পরে কী জয় সাহাকে গ্রেফতার করবে সিআইডি? যতক্ষণ না টাকার সঠিক পরিমাণ জানা সম্ভব হচ্ছে ততক্ষণ এই প্রশ্নের উত্তর মিলবে না। সিআইডি সূত্রে খরব, এখনও পর্যন্ত ১ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাড়তে পারে সেই পরিমাণ। ঘটনাস্থলে রয়েছেন মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জোনের এসপি (সিআইডি) আনিস সরকার।

Previous articleCoal crisis: কয়লার দাম বৃদ্ধির সঙ্গে জিএসটির খাঁড়া, রাজ্যজুড়ে বন্ধের মুখে ৭ হাজার ইটাভাটা,
সরাসরি বেকার হবেন ১৫ লক্ষ শ্রমিক
Next articleSheikh Hasina : সোমেই ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী , মোদী-হাসিনা আলোচনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে আশাবাদী দু’ই দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here