Malda Explosion: বাংলা জুড়ে বোমা-বারুদ তল্লাশি অভিযানের মধ্যেই মালদহে বড়সড় বিস্ফোরণ, মৃত ১ শিশু

0
379

দেশের সময় ওয়েবডেস্কঃ ভয়ঙ্কর বিস্ফোরণ মালদার কালিয়াচকে। মৃত্যু হয়েছে চার বছরের এক শিশুর। শনিবার সকালের ঘটনায় এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

সূত্রের খবর, মালদার কালিয়াচক থানার নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়াগ্রামে বিস্ফোরণ হয়েছে। এলাকাবাসীরা জানাচ্ছেন, হাবিবুর শেখ নামে পেশায় দিনমজুর এক ব্যক্তির বাড়িতেই এদিন সকালে বিস্ফোরণ হয়। পরিবারের দাবি, রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানেই ছিল বছর চারেকের শিশু তমরেজ শেখ। আগুনে ঝলসে যায় সে।

প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার সকালে রুটি তৈরি করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে যায় কালিয়াচকের নয়াগ্রামের বাসিন্দা হাবিবুর শেখের বাড়িতে। হাবিবুর পেশায় দিনমজুর। সেই সময় ওই সিলিন্ডারের কাছাকাছি ছিল হাবিবুরের তিন বছরের ছেলে তমরেজ শেখ। বিস্ফোরণে গুরুতর জখম হয় তমরেজ। তাকে প্রথমে কালিয়াচক হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় মালদহে। কিন্তু চিকিৎসকরা তমরেজকে মৃত বলে ঘোষণা করেন।

তবে গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে নাকি অন্য কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গ্রামবাসীদের অনেকের দাবি, গ্যাস সিলিন্ডার নয়, বোমা ফেটে বিস্ফোরণটি হয়েছে। তাহলে কি বাড়িতে বোমা রাখা ছিল নাকি বাইরে থেকে বোমা ছোড়া হয়, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহতের এক আত্মীয়ের কথায়, ‘‘রুটি করার সময় শিশুটা কিছু একটা ছুড়েছিল। তার পরই গ্যাস সিলিন্ডারটা ফেটে যায়।’’ মাহমুদ সফি হুসেন নামে এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘‘বিস্ফোরণের জেরে বাড়ির ছাদ উড়ে গিয়েছে।’’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখবে ফরেনসিক দলও।

স্থানীয়রা বলছেন, বড়সড় বিস্ফোরণই হয়েছে। তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির ছাদের একটা অংশ উড়ে গেছে। সকালে আচমকা এমন বিস্ফোরণে আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।

রামপুরহাটের ঘটনার পরে বোমা-বারুদ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় শুরু হয়েছে অভিযান। এর মধ্যেই মালদার কালিয়াচকে বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটে গেল। এর নেপথ্যের আসল কারণ কী, তা খুঁজে বের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Previous articleBengal Global Business Summit: শিল্পের গন্তব্য কেন পশ্চিমবঙ্গ, দিল্লিতে শিল্পপতি সমাবেশে তুলে ধরল রাজ্য
Next articleChhattisgarh:‌ সন্তানের মৃতদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পাড়ি দিলেন বাবা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here