বাঙালীর বারো মাসে ১৩ পার্বণ,আর এই পৌষ মাসে অনুষ্ঠিত হয় পৌষ পার্বণ। পৌষ সংক্রান্তি কিম্বা মকর সংক্রান্তি এই দুইদিন ধরে গ্রাম বাংলার ঘরে ঘরে তৈরি পিঠে পুলি এই পার্বণে মুহূর্তে গ্রাম বাংলার চিরাচরিত রীতি নীতি।
পৌষ মাসের শেষে মাঘ মাসের প্রথম সপ্তাহে গ্ৰাম বাংলার প্রতিটি প্রান্তে চলে মকর সংক্রান্তির পুণ্যস্নান। এই সময়ে সপ্তাহ কাল ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়।মকর সংক্রান্তির পুণ্যস্নান ভারতবর্ষের অন্যতম সেরা পীঠস্থান গঙ্গাসাগরের মোহনায় লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন। পরিসংখ্যান বলে সাগরের তীরে পূর্ণ স্নান করতে আসা পূর্ণাথীর সংখ্যার হিসাবে ভারতবর্ষের সেরার সেরা এই পীঠস্থান। অনেক পূণ্যাথী গঙ্গাসাগরে যেতে পারেন না , তারা কিন্তু গঙ্গার বিভিন্ন ঘাটে এদিন পূণ্যস্নান সারেন ৷
বাগবাজার গঙ্গা ঘাটে পূণ্যস্নান সেরে অনেকেই সিদ্ধেশ্বরী কালীপুজো দিতে এসে মুলো দান করেন ৷ কিন্তুু কেন? মন্দিরের পূজারী ও ভক্তরা কি বলছেন –দেখুন ভিডিও