জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: রাত পোহালেই মহা শিবরাত্রি আর তার আগে শিব চতুর্দশী উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বংশিহারি টাঙ্গন নদীর তীরবর্তী স্থানে মির্জাতপুর ৫ নং ওয়ার্ডের বকুলতলা শিব মন্দির পুজো কমিটির প্রস্তুতি চলছে জোড় কদমে।
উল্লেখ্য, প্রায় কুড়ি বছর ধরে এই শিব মন্দিরে পূজা হয়ে আসছে নিয়ম নিষ্ঠার সাথে। জানা গেছে, ২০০৩ সালে স্থানীয় বাসিন্দা ও বংশীহারী মির্জাতপুর এলাকার গ্রামবাসীরা একত্রিত হয়ে স্বপ্নাদেশে পাওয়া এই পাথর খন্ডের উপর শিব মূর্তি বসিয়ে পুজো করে আসছেন। পরবর্তীতে মন্দির বানিয়ে সুসজ্জিত করে মহাদেব শিবের পুজো হয়ে আসছে নিয়মিত। প্রায় কুড়ি বছরের অধিক সময় ধরে টাঙ্গন নদীর তীরে জাগ্রত এই শিব মূর্তি তথাকথিত বর্তমানে মন্দির তৈরি করে শিব মূর্তি পুজো করছেন সকলে।
জনশ্রুতি, এই শিব মন্দিরে নিয়ম নিষ্ঠার সাথে পুজো দিলে ও মানত করলে তা নাকি পূরণ হয় এবং মানতকারিরা এই মন্দিরে বিভিন্ন কিছু দান করার ফলে মন্দির সহ মন্দিরের বিভিন্ন জায়গা সুসজ্জিত হয়ে উঠেছে। এই শিব মন্দির কমিটির মোট ৭০ জন সদস্য রয়েছে। যারা শুধুমাত্র নদীর তীরে অবস্থিত মির্জাতপুর বকুলতলা শিব মন্দিরের জন্য দিবারাত্রি এক করে মাথার ঘাম পায়ে ফেলে বছরের এই একটা দিন মহা শিবরাত্রিতে দেবাদী দেব মহাদেবের পুজো করবার পাশাপাশি সকলের জন্য নরনারায়ণের সেবা ও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বংশীহারী মির্জাতপুর বকুলতলা শিব মন্দির কমিটির তরফে।
মন্দির কমিটির এক সদস্য বিকাশ চন্দ্র হালদার জানান, “প্রায় ২০ বছরের অধিক সময় ধরে এই স্থানে পুজো হচ্ছে। পরবর্তীতে মন্দির বানিয়েছে বাবার পুজো হচ্ছে।প্রতিবছরের এবছরও আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, আগামীকাল মহা শিবরাত্রি জন্য। এখানে যেই মানত করেন তারা কখনোই খালি হাতে ফেরেন না, আর মানত পূরণ হলেই ভক্তদের টানেই মন্দির প্রাঙ্গণ মন্দিরে কাজ শুরু হয়েছে ও সুসজ্জিত করে তোলা হচ্ছে। আগামীকাল পূজো উপলক্ষে সকলের জন্য প্রসাদের আয়োজন থাকছে”।