Lok Sabha Election 24সকাল ৯টা পর্যন্ত বাংলায় কোথায় কত ভোট পড়ল, জানাল কমিশন

0
201

গোটা দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ হল শুক্রবার। মোট ১০২ আসনে ভোটগ্রহণ হচ্ছে প্রথম দফায়। ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ চলছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের তিন আসন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা কেন্দ্রও।

দেশের সময় ওয়েবডেস্কঃ ভোট পর্ব শুরু হওয়ার পরই উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসছে। কোথাও নেতাদের মারধরের ঘটনা, কোথাও কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনা। তৃণমূল হোক বা বিজেপি, অভিযোগ সব দলের বিরুদ্ধেই। কিন্তু এই অশান্তির ঘটনার মধ্যেও ভোটদান চলছে। সকাল ৯টা পর্যন্ত কত ভোট পড়ল উত্তরবঙ্গের তিন জেলায়, জানাল নির্বাচন কমিশন।

প্রথম দফার নির্বাচনে সকাল ৯ টা পর্যন্ত ভোটের শতাংশ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে, তিন কেন্দ্র মিলিয়ে গড়ে ১৫ শতাংশ ভোট পড়েছে। কোচবিহারে ভোট পড়েছে ১৫.২৬ শতাংশ, আলিপুরদুয়ারে ভোট পড়েছে ১৫.৯১ শতাংশ এবং জলপাইগুড়িতে ১৪.১৩ শতাংশ ভোট পড়েছে। প্রথম দফার ভোট গ্রহণে সকাল ৯টা অবধি সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে।

আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে চলছে ভোটগ্রহণ। কিন্তু সবথেকে বেশি অশান্তির অভিযোগ আসছে কোচবিহার থেকেই। বৃহস্পতিবার রাত থেকেই তৃণমূলের ‘বাইকবাহিনী’ জেলায় তাণ্ডব চালিয়েছে বলে দাবি করেছে বিজেপি। আবার তাঁদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে শাসক শিবির। যদিও দেখা গেছে, দুই পক্ষেরই একাধিক কর্মী, নেতা আক্রান্ত হয়েছে। এদিকে ভোট শতাংশের নিরিখে কোচবিহার দ্বিতীয় স্থানে আছে। 
অস্থায়ী কার্যালয় পোড়ানোর ঘটনাও ঘটেছে কোচবিহারে। একই অভিযোগ অবশ্য এসেছে জলপাইগুড়ি থেকেও।

তুফানগঞ্জে তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয় পুড়ে গিয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। অন্যদিকে, জলপাইগুড়িতে বিজেপির বুথ অফিস পোড়ানোয় অভিযুক্ত তৃণমূল। জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের সিপাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযোগ, কেউ বা কারা রাতে বিজেপির বুথ অফিসে আগুন লাগিয়ে দেয়।

Previous articleLok Sabha Election 2024’রেকর্ড সংখ্যক ভোট দিন’, বাংলা সহ ৬টি ভাষায় ভোটারদের আবেদন মোদীর
Next articleLok Sabha Election 2024 কেন্দ্রের ক্ষমতায় এবার ইন্ডিয়া: মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here