দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যজুড়ে বাড়তে থাকা কোভিড সংক্রমণে লাগাম পরাতে বিধিনিষেধ জারি হয়েছে একগুচ্ছ। তার মধ্যেই রয়েছে লোকাল ট্রেন। জানা গেছে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন এবং তা চলবে সন্ধে সাতটা পর্যন্ত। সন্ধে সাতটার পরে আর কোনও ট্রেন চলবে না।
এর পরেই প্রশ্ন ওঠে, সন্ধে সাতটা পর্যন্ত ট্রেন চলাচল কীভাবে মনিটর করা হবে। সন্ধে সাতটায় কি শেষ ট্রেন ছাড়বে, নাকি সন্ধে সাতটায় শেষ ট্রেন গন্তব্যে পৌঁছবে! সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়, যে ট্রেনটি সন্ধে সাতটায় মাঝপথে থাকবে, সেটি কি আটকে দেওয়া হবে!
এসবের মধ্যেই রেলের তরফে আজ স্পষ্ট করা হয়েছে, সাতটা পর্যন্ত নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেন ছাড়া হবে। যদি দেখা যায় হাওড়ায় সন্ধে ৬টা ৫৮ মিনিটে কোনও বর্ধমান লোকাল রয়েছে তাহলে তা ছাড়বে এবং বর্ধমান পৌঁছবে। বর্ধমান থেকে হাওড়াগামী ট্রেনের ক্ষেত্রেও একই। এই একই নিয়ম বলবৎ শিয়ালদহ ও হাওড়ার সমস্ত শাখায়।
অন্যদিকে সন্ধে সাতটার পর স্টাফ স্পেশাল ট্রেন চালাবে রেল। তাতে সরকারি কর্মচারী ও জরুরি বিভাগের সঙ্গে যুক্তরাই উঠতে পারবেন। অন্য কেউ উঠলে জরিমানা নেওয়া হবে।
সন্ধে সাতটার ধন্দ দূর করতে রেল জানিয়েছে, সাতটার আগে পর্যন্ত যে ট্রেন থাকবে সেটাই হবে লাস্ট লোকাল। অর্থাৎ যদি দেখা যায় শিয়ালদহ থেকে একটি কৃষ্ণনগর লোকাল রয়েছে ৬টা ৫০ মিনিটে তাহলে সেটাই হবে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যাওয়ার শেষ যাত্রীবাহী লোকাল।
হাওড়া ও শিয়ালদা থেকে কোন রুটে কোন ট্রেন কটার সময়ে শেষ ছাড়ছে? রইল সেই তালিকা:
হাওড়া-বর্ধমান লোকাল- ৬:৫৭
হাওড়া-ব্যান্ডেল লোকাল- ৬:৪৫
হাওড়া-ব্যান্ডেল লোকাল (মাতৃভূমি)- ৬:৫৫
হাওড়া-কাটোয়া লোকাল- ৬:১০
হাওড়া-গোঘাট লোকাল -৬:৪০
হাওড়া-মেদিনীপুর লোকাল (ভায়া খড়্গপুর)- ৬:৪০
হাওড়া-খড়্গপুর লোকাল (মাতৃভূমি)- ৬:৫০
হাওড়া-হলদিয়া লোকাল- ৬:০০
হাওড়া-বর্ধমান লোকাল (গ্যালপিং)- ৭:০০
শিয়ালদহ:
শিয়ালদহ-বজবজ লোকাল- ৬:২৫
শিয়ালদহ-বারুইপুর লোকাল- ৬:৫৫
শিয়ালদহ-ডায়মন্ডহারবার লোকাল- ৬:৪৫
শিয়ালদহ-ক্যানিং লোকাল- ৬:৩৮
শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল- ৬:৫৫
শিয়ালদহ-বনগাঁ লোকাল- ৬:৫৭
শিয়ালদহ-গেদে লোকাল- ৬:২০
শিয়ালদহ-হাসনাবাদ লোকাল- ৬:০০
শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল- ৬:৪৩
শিয়ালদহ-শান্তিপুর লোকাল- ৬:৫০
শিয়ালদহ-ডানকুনি লোকাল- ৬:০৮