Local Train Passengers Protest: লোকাল ট্রেন চালানোর দাবিতে দত্তপুকুরে রেল অবরোধ

0
763

দেশের সময় ওয়েবডেস্কঃ লোকাল ট্রেন চালুর দাবিতে দত্তপুকুরে রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল থেকে বিক্ষোভ শিয়ালদহ-বনগাঁ শাখায়। দত্তপুকুর স্টেশনে রেললাইন অবরোধ করেন যাত্রী সহ স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘন্টা দেড়েক ধরে চলে সেই অবরোধ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেল পুলিশ এলেও বিক্ষোভ জারি রাখেন যাত্রীরা। বিক্ষোভকারীদের দাবি, অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। প্রবল ভিড়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করা যাচ্ছে না। ট্রেন থেকে পড়ে যাচ্ছেন অনেকে। এদিন ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ সহ জিআরপি, আরপিএফ পৌঁছায় ।

অবরোধকারীরা জানান, বারাসত, মধ্যমগ্রাম থেকে লোকাল চললেও দত্তপুকুর স্টেশন থেকে কোনও লোকাল ট্রেন চলছে না অফিস টাইমে। মূলত ৮:৪২-এর দত্তপুকুর লোকাল অবিলম্বে চালু করার দাবিতেই অবরোধ বিক্ষোভ করেন যাত্রীরা। কিছু কিছু লোকাল ট্রেন চললেও দত্তপুকুর লোকাল চালানো হচ্ছে না।ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতেই এদিনের অবরোধ চ বলে জানিয়েছেন তাঁরা। এদিকে এই অবরোধের জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যহত হয়েছে ট্রেন চলাচল।

ঘটনাস্থলে পৌঁছে যায় জিআরপি। যাত্রীদের সঙ্গে কথা বলে মধ্যস্থতায় আসার চেষ্টা করেন তাঁরা। রেল পুলিশের দাবি, এ বিষয়ে তাঁদের কোনও হাত নেই। রাজ্য সরকারের অনুমতি পেলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কিন্তু করোনা আবহে সেই অনুমতি মিলছে না।
এদিন দেড় ঘন্টা কেটে গেলেও অবরোধ থেকে পিছু হটেননি যাত্রীরা। ট্রেন চলাচল স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন অবরোধকারীরা ৷

অবরোধকারীদের আরও দাবি, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মস্থলে কাজ শুরু হলেও পরিবহনের অন্যতম মাধ্যম রেলপথ এখনও স্বাভাবিক নিয়মে চলছে না। হাতে গোনা কয়েকটি ট্রেন চলছে, তাতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। 

রেল অবরোধের জেরে এদিন এই শাখার সমস্ত স্টেশনে ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে। ভ্যাপসা গরমের মধ্যে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

Previous articleঅভিষেক, দোলা, কুণালদের বিরুদ্ধে মামলা রুজু করল ত্রিপুরা পুলিশ
Next articleশহীদ ক্ষুদিরামের প্রয়াণ দিবসে বাংলায় ট্যুইট অমিত শাহের, ফেসবুকে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here