Local Train: ব্যাহত বনগাঁ- শিয়ালদহ ট্রেন চলাচল, সমস্যায় পড়েছেন বহু নিত্যযাত্রী

0
709

দেশের সময় ওয়েবডেস্কঃ ব্যাহত বনগাঁ-শিয়ালদহ ট্রেন চলাচল। সকাল থেকেই প্রবল সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ব্যস্ত এই রুটে প্রতিদিন যাতায়াত করেন বহু মানুষ। শুক্রবার সকালে এই লাইনে রুটে আপ লাইন বসে গিয়েছে বলে সূত্রের খবর। তার জেরেই আপ ও ডাউন দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। মছলন্দপুর ও সংহতি স্টেশনের মাঝে সমস্যা দেখা দিয়েছে। সকাল ৮ টা ৮ মিনিটের বনগাঁ-শিয়ালদহ লোকাল চলে যাওয়ার পর থেকে আর কোনও ট্রেন চলছে না ওই রুটে।

রেল সূত্রে যা জানা যাচ্ছে, এখনও ১ ঘন্টা সময় লাগবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে। এরই মধ্যে বেশ কয়েকটি বনগাঁ লাইনের ট্রেন বাতিল হওয়ার কথা শোনা যাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। সকাল ৮ টার পর থেকে এই দুর্ভোগ বলে জানা যায়। অর্থাৎ লাইনের ধস নজরে আসে। তারপর থেকে ট্রেন চলাচল আপ লাইবে বন্ধ রাখা হয়। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনও জানাতে পারছে না রেল কর্তৃপক্ষ।

গতকাল রাতভর বৃষ্টি, আর তার ফলেই এই ধস বলে জানা যায়।হাবরা থেকে শিহালদহ ট্রেন চললেও আপ নাইন সম্পূর্ণ বিঘ্নিত। আপ লাইন বসে যাওয়ার কারণে আপ-ডাউন সমস্ত ট্রেন চলাচল আপাতত ব্যাহত বলেই রেল সূত্রে জানা যাচ্ছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনও বলতে পারছে না রেলের তরফ থেকে।

বনগাঁ থেকে আটটা আটের শিয়ালদা লোকাল চলে যাওয়ার পর পরবর্তী ট্রেন চলাচল ব্যাহত। সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। এই মুহুর্তে কাজ চলছে। যতক্ষণ না কাজ শেষ হচ্ছে, তত সময় ট্রেন চলাচল স্বাভাবিক কখন হবে তা বলতে পারছে না রেলের তরফ থেকে। দ্রুত সমস্যা নিরসনের চেষ্টা করা হচ্ছে রেলের তরফে ৷

তবে সাত সকাল এরকম বিপত্তি হওয়ার চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েছেন রেল যাত্রীরা। অফিস টাইমে একের পর এক ট্রেন বাতিল হওয়ার অফিস পৌঁছতে দেরি হচ্ছে নিত্য যাত্রীদের। ক্ষোভ প্রকাশ করেছেন নিত্য যাত্রীরা।
র স্টেশনগুলোতে ভিড় বাড়ছে যাত্রীদের। নির্দিষ্ট ট্রেন না পাওয়ার জন্যে অপেক্ষা করতে হচ্ছে অনেক যাত্রীকেই। অনেকেই আবার ট্রেনের বিকল্প পথ খুঁজে নিচ্ছেন নিজের কর্মস্থলে পৌঁছতে। শেষ খবর পাওয়া পর্যন্ত রেল চলাচল পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়নি।

Previous articleWeather Update: উত্তরে বৃষ্টির কমলা সতর্কতা, টানা দু’দিন ধরে ভিজবে কলকাতা-সহ কোন কোন জেলা? জানুন আবহাওয়ার আপডেট
Next articleDengue : হাবড়ায় ডেঙ্গিতে মৃত্যু বালিকার!চিকিৎসায় গাফিলতির অভিযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here