LIVE কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটির ক্ষতিগ্রস্ত বগি বাদ দিয়ে শিয়ালদার উদ্দেশে রওনা দিয়েছে,  বিকালে একই বিমানে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল, যাচ্ছেন রেলমন্ত্রীও

0
174

দেশের সময় : উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা। সোমবার সকাল পৌনে ৯টা নাগাদ শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি। নিউ জলপাইগুড়ি স্টেশন পেরোতেই নীচবাড়ি ও রাঙাপানি স্টেশনের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে। সংবাদমাধ্যমের খবর, এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন বহু যাত্রী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

পূর্ব রেলের CPRO কৌশিক মিত্র জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটির ক্ষতিগ্রস্ত বগিগুলি বাদ দিয়ে যাত্রী সহ শিয়ালদার উদ্দেশে রওনা দিয়েছে ।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, আর্থিক সাহায্যের অংক বাড়ানো হয়েছে। মৃতদের পরিবারকে ১০ লাখ, গুরুতর জখমদের ২.৫ লাখ এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
সোমবার সাতসকালে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদহগামী এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মৃতের সংখ্যা পনেরো। আহত প্রায় ৬০ জন। ইতিমধ্যেই শোকজ্ঞাপন করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

ক্ষতিপূরণ ঘোষণা
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে তাঁর দফতর।

https://x.com/PMOIndia/status/1802592292102181147?t=qTr4UIwVag7PeThhnPO-fQ&s=19

রাষ্ট্রপতির বার্তা
ফাঁসিদেওয়ায় ট্রেন দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

https://x.com/rashtrapatibhvn/status/1802578130722267379?t=omv4Mj8xJr-12jfghmlHlQ&s=19

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‘এই মাত্র দার্জিলিঙের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিশদে এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হচ্ছে।’’

https://x.com/MamataOfficial/status/1802556487371526493?s=19

রক্ত মজুত করার নির্দেশ স্বাস্থ্যভবন
উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতালের কতটা রক্ত মজুত? পর্যাপ্ত রক্ত মজুত রাখার নির্দেশ দিল স্বাস্থ্যভবন। উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে দুর্ঘটনা কবলিত  বহু আহত চিকিৎসাধীন। চিকিৎসক, ডাক্তারি পড়ুয়া, স্বাস্থ্যকর্মীরা সকলেই রক্ত দিতে প্রস্তুত।কোনওভাবেই রক্তের সঙ্কট হবে না বলে মনে করা হচ্ছে।
যাচ্ছেন মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রী


ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

পোস্ট শুভেন্দু অধিকারীরও
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

https://x.com/SuvenduWB/status/1802587634851864633?t=Y6uHkIfm0eb-IrtlaGYMAA&s=19

ঘটনাস্থলে আসছেন রেলমন্ত্রী
ফাঁসিদেওয়ায় দুর্ঘটনাস্থলে আসছেন রেলমন্ত্রী। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তিনি দার্জিলিঙের উদ্দেশে রওনা দিচ্ছেন। ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যালোচনা করবেন।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক্সে পোস্ট করেছেন। 

https://x.com/AshwiniVaishnaw/status/1802568162669408307?t=bLh5a8pdrGMwgZGm_S0vew&s=19

পুলিশ কী বলছে
ঘটনাস্থল থেকে দার্জিলিং পুলিশের অ্যাডিশনার এসপি অভিষেক রায় বলেন, ‘‘কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ি ধাক্কা মেরেছে। পাঁচ জনের মৃত্যু হয়েছে। ২৫ থেকে ৩০ জন আহত। সংখ্যা আরও বাড়তে পারে। গ্যাসকাটার দিয়ে কেটে মালগাড়ির ইঞ্জিন বার করতে হবে। সামনে একটি জায়গায় অস্থায়ী ভাবে আহতদের নিয়ে গিয়ে রাখা হচ্ছে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হবে। আহতদের অবস্থা স্থিতিশীল।’’


কী বলছেন প্রত্যক্ষদর্শীরা
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাঙাপানি স্টেশনে ঢোকার আগে সিগন্যালের কাণে দাঁড়িয়ে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই সময়ে ওই লাইনেই ঢুকে পড়েছিল মালগাড়ি। পিছন থেকে সজোরে সেটি যাত্রিবাহী ট্রেনে ধাক্কা মারে। একেবারে শেষের কামরাটি সংঘর্ষের প্রতিঘাতে উপরে উঠে যায় এবং শূন্যে ঝুলতে থাকে। মালগাড়িটিও লাইনচ্যুত হয়।

পুলিশ কী বলছে
ঘটনাস্থল থেকে দার্জিলিং পুলিশের অ্যাডিশনার এসপি অভিষেক রায় বলেন, ‘‘কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ি ধাক্কা মেরেছে। পাঁচ জনের মৃত্যু হয়েছে। ২৫ থেকে ৩০ জন আহত। সংখ্যা আরও বাড়তে পারে। গ্যাসকাটার দিয়ে কেটে মালগাড়ির ইঞ্জিন বার করতে হবে। সামনে একটি জায়গায় অস্থায়ী ভাবে আহতদের নিয়ে গিয়ে রাখা হচ্ছে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হবে। আহতদের অবস্থা স্থিতিশীল।’’

কী বলছেন প্রত্যক্ষদর্শীরা

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাঙাপানি স্টেশনে ঢোকার আগে সিগন্যালের কাণে দাঁড়িয়ে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই সময়ে ওই লাইনেই ঢুকে পড়েছিল মালগাড়ি। পিছন থেকে সজোরে সেটি যাত্রিবাহী ট্রেনে ধাক্কা মারে। একেবারে শেষের কামরাটি সংঘর্ষের প্রতিঘাতে উপরে উঠে যায় এবং শূন্যে ঝুলতে থাকে। মালগাড়িটিও লাইনচ্যুত হয়।

Previous articleNJP-Sealdah Kanchanjunga Express Accident: দুমড়ে যাওয়া কামরার ভিতর থেকে আসছে গোঙানির শব্দ, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পরই উঠছে বড় প্রশ্ন! চালু হেল্পলাইন নম্বর
Next articleKanchanjunga Express Accident‘অনাথ হয়েছে রেল , যাত্রীদের নিরাপত্তা নেই’,খালি ফাঁপা বুলি: অনিবার্য প্রশ্ন তুলে দিয়ে উত্তরবঙ্গের পথে মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here