দেশের সময় ওয়েবডেস্কঃ থামল সুর, প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকের ছায়া দেশজুড়ে। সকালেই টুইট করে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুরসম্রাজ্ঞীর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানাতে রাজ্যে আগামী ১৫ দিন লতা মঙ্গেশকরের গান বাজানো হবে, জানিয়েছেন তিনি। সেই সঙ্গে আগামীকাল সোমবার হাফছুটি ঘোষণা করা হয়েছে।
লতা মঙ্গেশকরের স্মৃতিতে আগামী দু’দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র সরকার। অর্ধনমিত থাকবে দেশের জাতীয় পতাকা।
মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় লিখেছেন:
কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি গভীরতম শোকপ্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে আমরা রিক্ত হলাম।
সুরসম্রাজ্ঞী ও অনন্য প্রতিভাময়ী সর্বজনশ্রদ্ধেয় লতা মঙ্গেশকর দীর্ঘ আট দশক ধরে কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। হিন্দি, মারাঠি, বাংলা-সহ ৩৬টিরও বেশি ভারতীয় ও বিদেশি ভাষায় তাঁর গাওয়া অগণিত ক্লাসিকাল, গজল, ভজন, আধুনিক ও সিনেমার গান আজও সমান জনপ্রিয়। বাংলার সঙ্গীতজগতের সঙ্গে তাঁর গভীর যোগ ছিল। আমাদের নক্ষত্রদের সাধনা ও তাঁর প্রতিভা পরস্পরকে সমৃদ্ধ ও অভিষিক্ত করেছিল।