Lakshmi Puja Weather : লক্ষ্মীপুজোতেও বৃষ্টিতে ভাসবে বাংলা? কি জানাচ্ছে হাওয়া অফিস

0
721

দেশের সময় ওয়েবডেস্কঃ নাছোড় বৃষ্টি থেকে এখনই রেহাই মিলছে না। লক্ষ্মীপুজোতেও ঝমঝমিয়ে নামবে উত্তর থেকে দক্ষিণে। আগামী রবিবার অর্থাৎ লক্ষ্মীপুজোর দিন শহরে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সপ্তাহের বাকি দিনগুলোও শহরের আকাশ মেঘলাই থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিও হবে শহর ও শহরতলী অঞ্চলে।

কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে লক্ষ্মীপুজো অবধি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস । তুমুল বৃষ্টি হবে পাহাড়ি জেলাগুলিতে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্যাচপ্যাচে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।

হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের মেঘ কাটলেও বৃষ্টির ছুটি হচ্ছে না এখনই। কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী তিন থেকে পাঁচদিন কলকাতার পাশাপাশিই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী ৪-৫ দিন আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়বে।


দক্ষিণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

আলিপু আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ অন্ধ্রপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই অক্ষরেখা উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর এর জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে চলতি সপ্তাহে। উইকএন্ডে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

প্রসঙ্গত, দশমীতে বিসর্জনের সময় জলপাইগুড়িতে মাল নদীতে হড়পা বানের জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় বিসর্জন দেখতে আসা একাধিক দর্শনার্থীর। ফের একবার বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এদিকে, শুক্রবার অর্থাৎ দ্বাদশীতেও কলকাতা শহরের একাধিক ঘাটে বিসর্জন রয়েছে।

সেই উপলক্ষে কড়া নিরাপত্তার ঘেরাটোপ বাবুঘাট, বাজে কদমতলার মতো ঘাটগুলিতে। রাখা হয়েছে রিভার ট্রাফিক পুলিশও। মাল নদীতে ভয়াবহ হড়পা বানের ঘটনার পর থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে রাজ্য। বিসর্জনকে কেন্দ্র করে প্রত্যেক জেলাশাসককে কড়া নির্দশিকা নবান্নের। সরেজমিনে তাঁদের জেলায় জেলায় ঘাটগুলি পরিদর্শন করে দেখতে বলা হয়েছে।

Previous articleRituparna Sengupta : ঋতুপর্ণার সঙ্গে নতুন মিউজিক ভিডিও শুটের কথা ফাঁস করলেন বনগাঁর শ্রীলা: দেখুন ভিডিও
Next articleSaigal Hossain : গরু পাচারকাণ্ডে জেলবন্দি সহগলকে গ্রেফতার করল ইডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here