Lady Truck Driver : ট্রাক নিয়ে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পাড়ি মহিলা চালকের

0
209

দেশের সময় পেট্রাপোল :দেশের নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন মহিলারা। আজকের দিনে কোনও কাজেই পিছিয়ে নেই তাঁরা। বিষয়টি আরও একবার প্রমাণিত হল। এবার এক মহিলা ট্রাক ড্রাইভারের খোঁজ মিলল। তাও, শহরের মধ্যে নয়, আন্তঃদেশীয় ট্রাক চালক হিসেবে কাজ করছেন সেই মহিলা। নাম অর্ণ পুরনী রাজকুমার।

এই প্রথম মহিলা ট্রাক চালক পণ্য নিয়ে ভারত থেকে বাংলাদেশ সফর করলেন। উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশের বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে পণ্য বোঝাই ট্রাক নিয়ে ভারতীয় প্রথম কোনও মহিলা ট্রাক চালক বাংলাদেশ গেলেন। মহিলা ট্রাক চালকের নাম অর্ণ পুরনী রাজকুমার। জানা গিয়েছে, দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বাসিন্দা তিনি।

আজ, রবিবার সকালে আনুমানিক ১০ নাগাত পন্য বোঝায় ট্রাকটি পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পেট্রাপোল ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, গত ১৯শে মার্চ পেট্রাপোলে ভারত সরকারের অর্থ মন্ত্রকের সদস্য রেখা রায়কর কুমার বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানভাবে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ট্রাক নিয়ে যাতে যেতে পারে সে দিকে নজর দিতে।

সেই মতোই  রবিবার সকালে প্রথম কোনও মহিলা ট্রাক চালক ভারত থেকে বাংলাদেশ পণ্য বোঝায় ট্রাক নিয়ে পারি দিলেন। কার্তিক চক্রবর্তী আরও জানান, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মহিলা চালকদের ট্রাক চলাচলে বিশেষ নিরাপত্তাও দেওয়া হবে। আগামী দিনে এই পেশাতেও মহিলাদের প্রাধান্য দেখা যাবে বলেও জানান তিনি।

অনেকেই শুনে থাকবেন, ভারতের প্রথম মহিলা ট্রাক চালক যোগিতা রঘুবংশীর কথা। যোগিতার আদি বাড়ি ভোপালে। তিনি বাবা-মায়ের মতের বিরূদ্ধেই তাঁর বর্তমান পেশায় এসেছিলেন। বেশ কয়েক বছর আগেই তাঁর কথা উঠে এসেছে সংবাদের শিরোনামে। কী ভাবে, সমাজের মূলস্রোতের উল্টোদিকে গিয়ে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই পেশায় দীর্ঘদিন ধরে ছিলেন তিনি।

সেরকমই, এবার দেশের প্রথম কোনও মহিলা ট্রাক চালক দেশের সীমানা পেরিয়ে বিদেশে গেলেন ট্রাক চালিয়ে। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশের বেনাপোলে যাত্রা করলেন তিনি। দেশের হয়ে আরও একটি নজির তৈরি করলেন এই নারী। আগামী দিনে, তিনি অনেক মহিলারই অনুপ্রেরণা হয়ে থাকবেন বলেই জানাচ্ছেন অনেকে।

Previous articleRose Shahi Sharbat Recipe গরমে স্বস্তি এনে দেবে রোজ শাহী শরবত
Next articleLok Sabha Election 2024বাগদায় শান্তনু ঠাকুরের প্রচারে হামলা! প্রতিবাদে  রাস্তায় বসে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকেরা দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here