KUMARTULI: কুমোরটুলিতে মৃৎ শিল্পী ইন্দ্রজিৎ পালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দেশের সময়-এর প্রতিনিধি সৃজিতা: দেখুন ভিডিও

0
519

 

সৃজিতা শীল, কলকাতা :

কুমোরটুলির মৃৎশিল্পীদের দক্ষতার কথা আজ সর্বজনবিদিত।উত্তর কলকাতার কুমোরটুলি ছাড়া কলকাতার দুর্গাপুজো আজও অসম্ভব বলে মনে হয়।

কুমোরটুলিতে নিশ্চয়ই গিয়েছেন। অন্য সময় না হলেও পুজোর আগে একটা সেলফি বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মতো কয়েকটা ছবি কুমোরটুলিতে না তুললেই নয়। সেটা ছাড়া পুজোর হ্যাশট্যাগ টাই তো মাটি! আমরাও বা সেই সুযোগ ছাড়ি কেন। অতএব কুমোরটুলি পাড়ি। গিয়ে যা যা দেখলাম তা কিছুটা এই রকম এবং পরিচয় হলো

কুমোরটুলির অন্যতম খ্যাতনামা
মৃৎশিল্পী ইন্দ্রজিৎ পালের সঙ্গে৷ তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন বিগত বছরগুলিতে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল, Redmi (mi) থেকে সেরা ১০।

ওনার নির্মাণ করা থিম করোনাসুর প্রকাশিত হয়েছিল London Gallery তে। দেখুন ভিডিও

ইন্দ্রজিৎ পাল, শৈশব থেকেই তার বাবার সঙ্গে কাজ করতেন।তার বাবার মৃত্যুর পরে তিনি পুরাদুস্তুর ভাবে ঠাকুরগড়ার কাজ শুরু করেন।

করোনা কালে তিনি ধারাবাহিক ভাবে করোনাসুর ডেল্টাসুর ও ভাইরাসুর বানিয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন।


এবছর তিনি এক অভিনভ চমক নিয়ে আসছেন নোয়াপাড়া সাধারণ দুর্গৎসব কমিটি পরিচালনায় সতীন সেন সংঘ তে। তাদের এ বছরের থিম চার ধাম ।

আর এই চার ধাম সম্বন্ধে জানতে হলে আসতেই হবে এই প্যান্ডেলে।

Previous articleBangladesh PM Sheikh Hasina Meets PM Modi: দু’দেশেই নির্বাচন, তিস্তা নিয়ে প্রবল চাপে মোদী-হাসিনা
Next articleLoad shedding : লোডশেডিংয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলেই প্রসব হাসপাতালে,পরিস্থিতি নিয়ে সরব বিজেপি বিধায়ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here