Kolkata Police : কলকাতায় কেএলও জঙ্গির আত্মসমর্পণ , পুলিশের হাতে তুলে দিলেন একে ৪৭

0
520

দেশের সময়: অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরতে আত্মসমর্পণ করলেন এক কেএলও জঙ্গি। কৈলাশ কোচ নামে ওই কেএলও সদস্য সংগঠনের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার কলকাতায় রাজ্য পুলিশের সদর দফতরে এসে আত্মসমর্পণ করেন তিনি। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের সামনে রেখে দেন একে ৪৭ আগ্নেয়াস্ত্র। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও সন্তান। কেএলও জঙ্গিরা পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র আন্দোলন করে আসছেন।

তাদের দাবি, উত্তরবঙ্গ, অসম, বিহার ও ভুটানের কিছুটা নিয়ে কামতাপুর রাজ্য গঠন করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিতেই তিনি অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে আসতে চাইছেন বলে জানিয়েছেন কৈলাশ। এদিন তিনি বলেন, এ রাজ্যে উন্নয়ন দেখে খুশি তিনি। একইসঙ্গে তিনি বলেছেন, অনেকদিন ধরে সশস্ত্র আন্দোলন করলেন।

এটা বুঝতে পারছেন, ওই পথে সমাধান আসবে না। তাই আমি বাকি কেএলও সদস্যদেরও বলছি, তারা যেন অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসে। তাঁর দাবি, আগামী দিনে আরও অনেক কেএলও আত্মসমর্পণ করবেন। অস্ত্র জমা দেবেন।

Previous articleMamata Banerjee: পাইলট কার, লাল বাতি ব্যবহার করতে পারবেন না কোনও মন্ত্রী, কড়া বার্তা মমতার
Next articleCBl:দিল্লির উপ মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা, ক্ষোভ উগরে দিলেন কেজরিওয়াল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here