Kolkata Police Marathon কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে ১০ কিলোমিটার দৌড়ালেন তৃণমূলের সেনাপতি তারপর …

0
164

দেশের সময় কলকাতা : রবিবার সকালে জাঁকিয়ে শীত ছিল। রোদ ওঠেনি। উল্টে কুয়াশা মাখা সকালে উত্তুরে হাওয়া বইছিল। কিন্তু তারই মধ্যে ম্যারাথন নিয়ে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

এদিনের ম্যারাথনে যোগ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেতা ও সাংসদ দেব, ইশা সাহা প্রমুখ।
কলকাতা পুলিশের এই ম্যারাথনে তিনটি ক্যাটাগরি ছিল। ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার। অভিষেক ১০ কিলোমিটার বিভাগে ছুটেছেন।কালো শার্ট, সাদা ট্রাউজার্স পরে দৌড়তে দেখা যায় তৃণমূলের সেনাপতিকে।অভিষেকের বয়স ৩৬ বছর। ভোরবেলা তাঁকে ম্যারাথনে ১০ কিলোমিটার দৌড়তে দেখে অনেকেই বলছেন, অভিষেকের শারীরিক ‘ফিটনেস’ প্রশংসনীয়।

রবিবার সকালে কলকাতা পুলিশের এই হাফ ম্যারথন শুরু হয় রেড রো়ড থেকে । ফিনিশিং লাইন তথা সমাপ্তির পয়েন্টে একটি তোরণ বানানো হয়েছিল। শীত সকালের দমকা হাওয়ায় সেটিই ভেঙে পড়ে। তোরণের নিচে দাঁড়িয়ে ছিলেন কলকাতা পুলিশের অতিরি্ক্ত কমিশনার মুরলীধর শর্মা। তোরণ ভেঙে তাঁর ঘাড়ে ও মাথায় চোট লাগে। তাঁকে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত পুলিশ কমিশনারের চোট সে রকম গুরুতর নয়। তবে মাথায় চোট লাগার কারণে এমআরআই করা হতে পারে।

শেষমেশ তোরণ ভেঙে পড়ায় কিছুটা তাল কেটেছে ঠিকই। কিন্তু শীত উপেক্ষা করে ম্যারাথনে অংশগ্রহণের সংখ্যা ও সামগ্রিক উদ্দীপনার ছবিটা উজ্জ্বলই ছিল।  

Previous articleSankar Addhya: কমোডের আবদার ডাকুর,সঙ্গে চাই বাড়িতে বানানো রুটি মাছ – মাংসও,বাড়তি নজরদারি শঙ্করের সেলে ,বসানো হয়েছে একাধিক সিসি ক্যামেরাও
Next articleAyodhya Ram Mandir : সিমেন্টের বাঁধুনি ছাড়া ‘নাগারা শৈল্প রীতি’তে কীভাবে তৈরি হল রাম মন্দির? জানুন-রইল ছবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here